‘এক আকাশের নীচে’ ধারাবাহিকের সেট থেকে
পুরনো অনেক কিছুই ফিরে আসছে রোজকার জীবনে। ছোট পর্দায় শুরু হয়েছে ‘এক আকাশের নীচে’। আর এই ধারাবাহিকের পুরো টিম একসঙ্গে তৈরি করছে একটি শর্টফিল্ম। শাশ্বত চট্টোপাধ্যায়, চৈতী ঘোষাল, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, কমলিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা দত্ত, সমতা দাস, সুনীতা সেনগুপ্ত-সহ সব অভিনেতারাই থাকছেন এই শর্ট ফিল্মে। কিন্তু এই লকডাউনে ছবির শুট হবে কী করে? পরিচালক সুমন দাস বললেন, ‘‘পুরো শুটিংটাই হবে ফোনে। করোনা আমাদের প্রত্যেকের জীবন ও জীবনদর্শন অনেকটাই পাল্টে ফেলেছে। আমার এই ফিল্মে সেটাই তুলে ধরব। ‘এক আকাশের নীচে’-র টিমে যাঁরা ছিলেন, প্রত্যেকের জীবনই কত বদলে গিয়েছে। এই সময়ে দাঁড়িয়ে টাইম আর স্পেসের উপরেই এই ফিল্ম তৈরি করছি।’’ সেই জন্যই বেছে নেওয়া হয়েছে টেলিভিশনের অন্যতম প্রিয় পরিবারকে। স্ক্রিপ্ট লিখছেন পরিচালক নিজে ও অদিতি মজুমদার।