Pushpa 2 : The Rule

‘পুষ্পা ২’-এর শুটিং শুরু হতেই হানা দিল আয়কর দফতর, অভিযোগ কর ফাঁকির

অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। সেই মতো আয়কর দেননি নির্মাতারা, এমনই খবর গিয়েছিল আয়কর দফতরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ ১৭:২৫
Share:

‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং শুরুর দিনেই করকর্তাদের আগমনে তাল কেটে গেল কাজের। ছবি: সংগৃহীত।

কর ফাঁকি দিচ্ছে মুম্বইয়ের প্রথম সারির প্রযোজনা সংস্থা? সোমবার আয়কর দফতরের আধিকারিকরা হানা দিলেন মিথরি মুভি মেকার্স (এম এম এম)-এর কার্যালয়ে। সব নথিপত্র খুঁটিয়ে দেখলেন। ঘটনাচক্রে ১২ ডিসেম্বরই শুরু হয়েছে ‘পুষ্পা’র সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং। শুরুর দিনেই করকর্তাদের আগমনে তাল কেটে গেল কাজের।

Advertisement

অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ়’ ২০২১-২২ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল সেটি। সেই মতো আয়কর দেননি নির্মাতারা, এমনই খবর গিয়েছিল আয়কর দফতরে। তাতেই জরুরি তলব। কিছু দিন আগেই ‘পুষ্পা ২’-এর খবর জানতে চেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছিল দেশ-বিদেশের জনতা। তবে নায়ক অল্লু অন্য কাজে ব্যস্ত থাকায় শুটিং শুরু করতে দেরি হয়। সদ্য রাশিয়া থেকে ফিরে কাজে যোগ দেন অভিনেতা। প্রযোজনা সংস্থা সূত্রে খবর ছিল, পুরোদমে শুটিং শুরু হবে ১২ ডিসেম্বর থেকে। তার পর শুরুর দিনেই বাধা পড়ল সেটে।

আগামী ১৭ ডিসেম্বর ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির এক বছর পূর্ণ হবে। সেই উপলক্ষে সিক্যুয়েলের মহড়া শুটিংয়ের কিছু ঝলক সামনে আনা হবে। ২০২১ সালের ডিসেম্বরে ‘পুষ্পা: দ্য রাইজ়’-এর মুক্তির পর দর্শকের উন্মাদনা দেখে দ্বিতীয় পর্ব নির্মাণের কথা ভেবেছিলেন প্রযোজক গোষ্ঠী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement