Tara Sutaria

সিদ্ধার্থ, কার্তিক নাকি আদর? রেস্তরাঁ থেকে বেরোনোর সময় তারার পাশে কে সেই ‘রহস্যময় পুরুষ’?

তারা সুতারিয়ার পাশে কে সেই রহস্যময় পুরুষ? ভিডিয়ো দেখে জোরদার চর্চা নেটদুনিয়ায়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ ২০:১৯
Share:

সুতারিয়ার পাশের ব্যক্তিকে নিয়ে চর্চা নেটদুনিয়ায়।

টুপিওয়ালা ঢিলে জ্যাকেটে চেহারার অর্ধেক ঢাকা। মুখ দেখে চেনার উপায় নেই। পুরুষটি কে! কার্তিক আরিয়ান নাকি সিদ্ধার্থ মলহোত্র? নাকি আদর জৈন? অভিনেত্রী তারা সুতারিয়ার পাশের ব্যক্তিকে নিয়ে জোরদার চর্চা নেটদুনিয়ায়।

Advertisement

সম্প্রতি রেস্তরাঁ থেকে বেরোনোর সময় ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী এবং তাঁর রহস্যঘেরা সঙ্গী। কালো পোলকাডট ছাপের কাঁধখোলা টপে ঝলমল করছিলেন তাঁরা। সঙ্গে ছেঁড়া ঢিলে জিনস। তাঁর পাশেই নীল-সাদা হুডি জ্যাকেটে মাথা-মুখ ঢাকা দীর্ঘকায় সেই ব্যক্তি হেঁটে চলেন। সযত্নে তারাকে গাড়ির দরজা খুলে দেন, তার পর নিজেও উঠে যান তাঁর পাশে। সেই ভিডিয়ো দেখেই শুরু জল্পনা। কে তিনি? সিদ্ধার্থ? কার্তিক? নাকি, তারার প্রেমিক আদর?

কর্ণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-এ অনন্যা পণ্ডে এবং টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করে বলিউডে পা রেখেছিলেন তারা। শেষ তাঁকে দেখা গিয়েছে ‘এক ভিলেন রিটার্নস’-এ যেখানে জন আব্রাহাম, অর্জুন কপূর এবং দিশা পটানির সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement