পালকিতে চড়ে বিয়ের মন্ডপে এলেন পাওলি। ছবি: পিএসএস এন্টারটেনমেন্টসের সৌজন্যে।
বিয়েতে বসেছেন অভিনেত্রী। ছবি: পিএসএস এন্টারটেনমেন্টসের সৌজন্যে।
সিঁদুরদান। ছবি: পিএসএস এন্টারটেনমেন্টসের সৌজন্যে।
সিঁদুরদানের পর নব দম্পতি। ছবি: পিএসএস এন্টারটেনমেন্টসের সৌজন্যে।
দিল্লির এক ডিজাইনার স্টোর থেকে কেনা লাল টুকটুকে মিনাকারি বেনারসি শাড়ি পড়ে বিয়ের পিঁড়িতে পাওলি। সঙ্গে পরেছেন মায়ের ট্র্যাডিশনাল সোনার গয়না। ছবি ফেসবুকের সৌজন্যে।
কলকাতার তাজ বেঙ্গলে এই মুহূর্তে বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী পাওলি দাম।
পাওলি-অর্জুনের রেজিস্ট্রি ম্যারেজ, পাশে রয়েছেন প্রিয়জনেরা।
বাঙালি রীতিনীতি মেনেই এদিন সকালে গায়ে হলুদও সারেন পাওলি।
এক্কেবারে বাঙালি মতেই বিয়ে করছেন পাওলি। রেজিস্ট্রির পর সিঁদুরদান-সাতপাক সবই সেখানে হবে। বিয়ের পোশাকেও খাঁটি বাঙালিয়ানাই ফুটে উঠছে।
খাওয়াদাওয়াতেও থাকছে এলাহি বন্দোবস্ত। অবশ্যই বাঙালি খানাপিনা, তবে সেখানেও থাকছে চমক।
পাওলির মেকআপের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ চাকলাদার। তিনি কনের লুক ডিজাইন করেছেন। গুয়াহাটির রিসেপশনেও পাওলি সনাতনী সাজেই থাকবেন।
৬ তারিখে পরিবার-সহ গুয়াহাটি যাবেন পাওলি-অর্জুন। ৮ তারিখ অর্জুনদের বাড়িতে ঘরোয়া অনুষ্ঠান। ১০ ডিসেম্বর বিয়ের রিসেপশন গুয়াহাটিতেই।