Tabu

Tabu: বিশালের ছবিতে তব্বু

বিশালের ছেলে আসমান ভরদ্বাজের ছবি ‘কুত্তে’তেও রয়েছেন তব্বু। সেটিও নেটফ্লিক্সের ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ০৬:৫১
Share:
তব্বু।

তব্বু।

এই নিয়ে তৃতীয় বার বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করতে চলেছেন তব্বু। ‘মকবুল’ এবং ‘হায়দর’-এর পরে অভিনেত্রী একটি নেটফ্লিক্স প্রজেক্টে পরিচালকের সঙ্গে জুটি বাঁধবেন। লেখক অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়্যার’ বই অবলম্বনে থ্রিলার বানাবেন বিশাল। ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর এক উচ্চপদস্থ অফিসার নজরদারির মধ্যেও নিরুদ্দেশ হয়ে যায়, তা নিয়েই ছবির গল্প। ছবিতে তব্বু রয়েছেন প্রধানচরিত্রে। সইসাবুদ হয়ে গিয়েছে বলেই খবর। বিশাল সম্প্রতি মুসৌরি গিয়ে ছবির রেকির কাজও সেরে এসেছেন। এই থ্রিলারে ওয়ামিকা গাব্বি, আশিস বিদ্যার্থী রয়েছেন। শোনা যাচ্ছে আলি ফজ়লের নামও। নেটফ্লিক্সের সঙ্গে বিশাল একটি সিরিজ় করবেন, এমন খবরও রয়েছে।

Advertisement

বিশালের ছেলে আসমান ভরদ্বাজের ছবি ‘কুত্তে’তেও রয়েছেন তব্বু। সেটিও নেটফ্লিক্সের ছবি। সেখানে নাসিরুদ্দিন শাহ, কঙ্কণা সেন শর্মা, অর্জুন কপূরকে দেখা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement