Taapsee Pannu

শাহরুখের বিপরীতে?

শাহরুখের সঙ্গে এর আগে কখনও অভিনয় করেননি তিনি। সে দিক দিয়ে এই প্রথম দু’জনে একসঙ্গে কাজ করবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০০:০১
Share:

—ফাইল চিত্র।

রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান। কিন্তু তাঁর বিপরীতে কে থাকছেন ছবিতে? শোনা যাচ্ছে, তাপসী পান্নু অভিনয় করবেন শাহরুখের বিপরীতে। এর আগে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ় এন্টারটেনমেন্টের ‘বদলা’ ছবিতে অভিনয় করেছিলেন তাপসী। তবে শাহরুখের সঙ্গে এর আগে কখনও অভিনয় করেননি তিনি। সে দিক দিয়ে এই প্রথম দু’জনে একসঙ্গে কাজ করবেন। এ বিষয়ে পরিচালক বা অভিনেতাদের তরফে এখনও কোনও ঘোষণা করা হয়নি। সম্প্রতি ফিল্ম ইন্ডাস্ট্রিকে কলঙ্কিত করার প্রতিবাদে, রাজ্যসভায় জয়া বচ্চন ক্ষোভ প্রকাশ করলে তাঁর পক্ষ নিয়ে টুইট করেন তাপসী। অভিনেত্রী বরাবরই সরব নিজের মতামত নিয়ে। এ বার জয়াকে সাপোর্ট করে তাপসী পোস্ট করেন, ‘‘ইন্ডাস্ট্রি থেকে আবার একজন মহিলাই মুখ খুললেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement