deepika paddukone

রণবীর নয়, জন্মদিনে দীপিকাকে সেরা চমক দিলেন এক অনুরাগী

লখনউ-সফরে যাওয়ার জন্য রণবীর-দীপিকার দু’জনে পরনেই ছিল মজাদার ক্যাজুয়াল পোশাক। দীপিকা পরেছিলেন বড় মাপের উজ্জ্বল কমলা রঙের সোয়েটার। রণবীর বেছে নিয়েছিলেন ঢাউস লং কোট এবং মানানসই টুপি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ১২:২৯
Share:

দীপিকা পাড়ুকোন। ফাইল চিত্র।

মাঝে মাঝে তারকারাও বিস্মিত হন অনুরাগীদের কাজে। যেমন হলেন দীপিকা পাড়ুকোন। মুম্বই বিমানবন্দরে তাঁর জন্য চমক অপেক্ষা করেছিল এক অনুরাগীর তরফে। রবিবার, জন্মদিনের সকালে দীপিকা বিমানবন্দরে গিয়েছিলেন লখনউগামী বিমান ধরবেন বলে। সঙ্গে ছিলেন স্বামী রণবীর সিংহ।

Advertisement

বিমান ধরার জন্য অপেক্ষা করছিলেন দীপিকা। সে সময় একজন ভক্ত তাঁকে জন্মদিনের কেক উপহার দেন। তারকাও নিরাশ করেননি ভক্তকে। বিমানবন্দরেই কেক কাটেন। ক্যামেরার শাটার ফেলার মাঝেই আলোকচিত্রীরা গেয়ে ওঠেন ‘হ্যাপি বার্থ ডে টু ইউ’।

কাটার পরে এক টুকরো চকোলেট কেক ওই ভক্তকে খাওয়ান দীপিকা। তারপর কেকের খণ্ড খাওয়ার পালা রণবীরের। বিমান ধরার আগে ক্যামেরার জন্য সানন্দে পোজ-ও দেন তারকা দম্পতি।

Advertisement

বিমান ধরার আগে ক্যামেরার জন্য সানন্দে পোজ-ও দেন তারকা দম্পতি। ছবি: ফেসবুক

লখনউ-সফরে যাওয়ার জন্য রণবীর-দীপিকার দু’জনে পরনেই ছিল মজাদার ক্যাজুয়াল পোশাক। দীপিকা পরেছিলেন বড় মাপের উজ্জ্বল কমলা রঙের সোয়েটার। রণবীর বেছে নিয়েছিলেন ঢাউস লং কোট এবং মানানসই টুপি।

নিজের জন্মদিন লখনউয়ে কাটাবেন দীপিকা। সেখানে একটি ক্যাফে পরিচালনা করেন অ্যাসিড আক্রান্তরা। তাঁদের সঙ্গেই বিশেষ দিনটি উদযাপন করবেন ‘ছপাক’-এর ‘মালতী’।

মেঘনা গুলজার পরিচালিত ‘ছপাক’ তুলে ধরেছে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবন সংগ্রাম। ‘মালতী’ নামে মূল চরিত্রে অভিনয় করছেন দীপিকা। ইতিমধ্যেই সাড়া ফেলেছে ছবির ট্রেলর। বিয়ের পরে দীপিকার প্রথম ছবি ‘ছপাক’ মুক্তি পাবে আগামী ১০ জানুয়ারি। কাজল-অজয় দেবগণ অভিনীত ‘তানাজি: দ্য আনসাং ওয়ারিয়র’-ও মুক্তি পাবে সে দিনই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement