স্বস্তিকা মুখোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
সত্যি কথা মুখের ওপর বলেন তিনি। কেরিয়ার হোক বা ব্যক্তি জীবন— চাঁচাছোলা ভাষায় তিনি মন্তব্য করবেন। এমন ভাবেই স্বস্তিকা মুখোপাধ্যায়কে চেনেন দর্শক। ফের মুখ খুললেন স্বস্তিকা। এ বার তাঁর তোপের মুখে রাজনীতিবিদরা।
ভোটের মরসুম চলছে দেশে। সেই উত্তাপ মজে রয়েছেন সকলে। গতকাল ছিল চতুর্থ দফার ভোট। সেই আবহেই সোশ্যাল মিডিয়ায় দলমত নির্বিশেষে সমস্ত রাজনীতিবিদদের বিরুদ্ধে মুখ খুলেছেন স্বস্তিকা।
স্বস্তিকা টুইট করেন, ‘যখন আপনি রাজনীতিতে যোগ দেন আপনার মধ্যে কোনও মনুষ্যত্ব আর থাকে না। রাজনীতিবিদরা মানুষও নন। পশুও নন। তাঁরা শুধুই রাজনীতিবিদ। অসহিষ্ণুতা, স্বার্থপরতা… দেশের কোনও ভবিষ্যত্ নেই। লজ্জা।’
স্বস্তিকা নির্দিষ্ট কোনও রাজনীতিবিদের নাম করেননি ঠিকই। কিন্তু চতুর্থ দফায় আসনসোলে ভোট হয়েছে। সেখানকার প্রার্থী ছিলেন তাঁরই কলিগ মুনমুন সেন। নানা কারণে দিনভর চর্চায় ছিলেন মুনমুন। সমালোচিতও হয়েছেন। নাম না করে তাঁকেই কি বিঁধতে চাইলেন স্বস্তিকা? এ প্রশ্নও উঠছে নানা মহলে।
আরও পড়ুন, ‘বাজলো তোমার আলোর বেণু’র ‘জাহ্নবী’ আসলে কেমন?
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)