Swastika Mukherjee

রনির বাবার সঙ্গে দিঘা পালানোর প্ল্যান করছেন স্বস্তিকা?

সমুদ্রসৈকতে ঘুরতে যাবেন রনির বাবা ও স্বস্তিকা। দিঘা যাওয়া হবে। কাউকে কিছু না জানিয়ে হোটেলও প্রায় বুক হয়ে গিয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৮:৩৩
Share:

স্বস্তিকা মুখোপাধ্যায়

রনিকে পড়ানোর সময় বার বার রনির বাবা ঘরে ঢুকে পড়েন। নানা রকমের শরীরচর্চা করেন। ঘাম ঝরে তাঁর শরীর বেয়ে। স্বস্তিকা মুখোপাধ্যায় পড়াতে পারেন না রনিকে। বার বার তাঁর চোখ চলে যায় ওই ‘ওয়েলবিল্ট বডি’-র দিকে। কী আর করবেন তিনি? অভিনেত্রী অভিযোগ জানালেন ফোন করে।

Advertisement

‘‘রনির বাবা বলছেন?’’

‘‘হ্যাঁ, আপনি কে?’’

Advertisement

‘‘আমি রনির টিচার। আপনি বার বার কেন ঘরে আসেন?’’

‘‘না মানে, এক্সারসাইজ করা আমার প্যাশন।’’

ব্যস, তার পর অভিযোগ পেরিয়ে মান-অভিমানের দিকে চলে গেল কথাবার্তা। স্বস্তিকার প্রশ্ন, ‘‘দু’দিন আসেননি কেন আপনি? আমি তো খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছিলাম।’’ মান ভাঙাতে স্থির হল, সমুদ্রসৈকতে ঘুরতে যাবেন রনির বাবা ও স্বস্তিকা। দিঘা যাওয়া হবে। কাউকে কিছু না জানিয়ে হোটেলও প্রায় বুক হয়ে গিয়েছিল। কিন্তু মাঝে বাধা দিলেন হোটেল ম্যানেজার ওরফে রেডিও জকি প্রবীণ।

কী ব্যাপার? কে রনির বাবা? ইন্ডাস্ট্রির কেউ? স্বস্তিকা কবে থেকে শিক্ষকতা করেন?

এ সব প্রশ্ন ঘুরছে তো মাথায়? উত্তর পেয়ে যাবেন স্বস্তিকার ইনস্টাগ্রাম প্রোফাইলে। ৯৩.৫ রেড এফএম-এর ‘ইউ-টার্ন’-এর শোয়ে হাজির হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আরজে প্রবীণের সঙ্গে শো করবেন আর ‘রেড মুরগা’-য় অংশগ্রহণ করবেন না, এমন হয় নাকি?

A post shared by Swastika Mukherjee (@swastikamukherjee13)

রনি নামের একটি বাচ্চা ছেলের গৃহশিক্ষক সেজে তাঁর বাবাকে ফোন করে বসলেন স্বস্তিকা। চলল ‘পেরেন্ট টিচার মিটিং’। আর তারই মধ্যে স্বস্তিকার অভিনয় দক্ষতার ম্যাজিক শো দেখলেন ও শুনলেন দর্শকেরা! পাশে দাঁড়িয়ে মাস্টারমাইন্ড আরজে প্রবীণ এই কথোপকথনের মধ্যে কিছু মালমশলাও যোগ করে দিলেন।

আরও পড়ুন: নতুন বছরে মন্দারমণি গেলেন সোহিনী-অনির্বাণ

স্বস্তিকা সেই ভিডিয়োটি পোস্ট করে লিখলেন, ‘ফান এনকাউন্টারস উইথ আরজে প্রবীণ। নট টু বি টেকেন সিরিয়াসলি।’

আরও পড়ুন: ‘মিঠাই’-এর সন্দীপকে মেকআপ করতে শেখালেন ‘রাসমণি’-র রানিমা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement