swastika dutta

স্বস্তিকার ‘ক্রাশ’ কে? জানালেন অভিনেত্রী নিজেই

স্বস্তিকার কিন্তু একটি ‘ক্রাশ’ও রয়েছে। সে কথা সোমবার নিজেই ফাঁস করলেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২১ ২২:৪২
Share:

স্বস্তিকা দত্ত।

স্বস্তিকা দত্ত। ছোট পর্দার ‘রাধিকা’। তাঁর হাসি বাড়িয়ে তোল সহস্র অনুরাগীর হৃদস্পন্দন। কিন্তু স্বস্তিকার মন জুড়ে কে?

এই প্রশ্নের উত্তরে গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের নাম মাথায় আসতে পারে অনেকেরই। নেটমাধ্যমে দৌলতে তাঁদের প্রেমের কিসসা আর গোপন নেই। তবে স্বস্তিকার কিন্তু একটি ‘ক্রাশ’ও রয়েছে। সে কথা সোমবার নিজেই ফাঁস করলেন অভিনেত্রী।

স্বস্তিকার সেই ভাল লাগার মানুষ হলেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডা। গত রবিবার তাঁর জন্মদিন ছিল। সেই উপলক্ষে ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেতার একটি ছবি দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্বস্তিকা। তিনি লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে ক্রাশ’। তার সঙ্গেই জুড়ে দিয়েছেন একটি চকোলেট এবং হৃদয়ের ইমোজি। তেলুগু ছবিতে মূলত নিজের রাজত্ব বিস্তার করলেও, বলিউডে এখনও ছাপ ফেলেননি বিজয়। তবে তাঁর অনুরাগী সংখ্যা নেহাতই কম নয়। সেই তালিকায় রয়েছে স্বস্তিকারও নাম।

স্বস্তিকার ইনস্টাগ্রাম স্টোরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement