Swara Bhasker

‘আন্টি’ বলে ডাকায় চার বছরের শিশু অভিনেতাকে গালি! সোশ্যাল মিডিয়ায় ট্রোলড স্বরা

তাঁর সঙ্গে অভিনয় করা এক শিশু অভিনেতা সম্পর্কে বলতে গিয়ে বেশ কয়েকটি খারাপ শব্দ ব্যবহার করেছেন তিনি। তার পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ৩১ বছরের ওই অভিনেত্রী। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ১৫:৪৫
Share:

অভিনেত্রী স্বরা ভাস্কর। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ১ নভেম্বর এসেছিলেন একটি টেলিভিশন শো-তে। সেখানে এসে তাঁর সঙ্গে অভিনয় করা এক শিশু অভিনেতা সম্পর্কে বলতে গিয়ে বেশ কয়েকটি খারাপ শব্দ ব্যবহার করেছেন তিনি। তার পরই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের তোপের মুখে পড়েছেন ৩১ বছরের ওই অভিনেত্রী।

Advertisement

‘সন অব অবিশ’ নামের চ্যাট শো-তে ১ নভেম্বর উপস্থিত ছিলেন স্বরা ভাস্কর। সেখানে শো-এর সঞ্চালক অবিশ ম্যাথিউ ও কুণাল কামরার সঙ্গে তিনি ভাগ করে নিচ্ছিলেন একটি বিজ্ঞাপনে শুটিংয়ের অভিজ্ঞতা। তখন তিনি বলেন, চার বছরের ওই শিশু অভিনেতা তাঁকে ডেকেছিল ‘আন্টি’ বলে। আর শিশু অভিনেতার মুখে আন্টি শব্দটি শোনার পর তিনি কতটা বিরক্ত হয়েছিলেন সে কথা খোলাখুলি জানিয়েছেন ওই চ্যাট শো-তে। আর তা বলতে গিয়েই ওই শিশু অভিনেতাকে বেশ কয়েকটি গালি দিয়েছেন তিনি।

শিশু অভিনেতার প্রতি রাগ প্রকাশে এ ধরনের শব্দ চয়ন মোটেই ভালভাবে নেননি নেটিজেনরা। ‘স্বরা_আন্টি’ হ্যাশ ট্যাগ ব্যবহার করে ৩১ বছরের অভিনেত্রীর তীব্র সমালোচনা করেছেন তাঁরা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, লিগাল রাইটস নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্বরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ড রাইটসে অভিযোগও করেছেন।

Advertisement

আরও পড়ুন: ভন্সালীর ছবিতে আলিয়ার বিপরীতে কে?

আরও পড়ুন: দার্জিলিঙে শুটিং সেরে সেনার মাঝে দেব

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement