সুশান্তের মৃতদেহের ছবি ছড়াল কে, তীব্র ক্ষোভ স্বস্তিকার

সুশান্তের মৃত্যুর পর ওই ঘরেই কেউ ফোন ব্যবহার করলেন কী করে? আর যদি করেও থাকেন মুম্বই পুলিশ কেন সেই ব্যক্তিকে গ্রেফতার করছে না?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০২০ ২২:২০
Share:

সুশান্ত এবং স্বস্তিকা

খাটে শায়িত রয়েছে সুশান্তের নিথর দেহ। সাদা চাদরে তাঁর মুখ ঢাকা। ঘরভর্তি পুলিশ। তাঁরা খুটিয়ে দেখছেন ঘরের চারপাশ। পুরোকার্যকলাপটাই মোবাইলে ভিডিয়ো রেকর্ড করে ছেড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়! কিন্তু কেন? কে-ই বা করল এমন কাজ? এ তো আইনত দণ্ডনীয়।

Advertisement

ক্ষোভে ফেটে পড়েছেন সুশান্ত ভক্তরা। শুধু ভক্তরাই বা কেন? ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায়ও।

সুশান্তের কো-স্টার স্বস্তিকা টুইটারে লেখেন, ‘‘'ইউটিউবে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে সুশান্তের ঘরের ছবি। পাশে পুলিশআধিকারিকরা কাজ করছেন। সুশান্তের মৃত্যুর পর ওই ঘরেই কেউ ফোন ব্যবহার করলেন কী করে? আর যদি করেও থাকেন মুম্বই পুলিশ কেন সেই ব্যক্তিকে গ্রেফতার করছে না? আর ভিডিয়োগুলোই বা ইউটিউব থেকে কেন তুলে নেওয়া হচ্ছে না?'’’

Advertisement

গত ১৪ জুন সুশান্ত মারা যাওয়ার দিনেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল তাঁর মরদেহের ছবি। সেই ছবি শেয়ার করে চলছিল অবিরাম শোকপ্রকাশ। সে সময় মহারাষ্ট্র পুলিশও ওই ছবি শেয়ার বা পোস্টের উপর জারি করেছিল নিষেধাজ্ঞা। সাইবার সেলের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছিল, ‘‘প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার প্রবণতা দেখা যাচ্ছে। এটা কুরুচিকর।’’ আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও ছিল পরের পোস্টেও, ‘‘ওই ধরনের ছবি ছড়ানো আইনি ও আদালতের নির্দেশিকা-বিরুদ্ধ। তাই এমন ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’

তবে তাতে ফল হয়নি। গলায় কালশিটে পড়ে যাওয়া সুশান্তের সেই ছবি-ভিডিয়ো আজও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement