সুশান্ত সিংহ রাজপুত অনেকের চেয়ে বেশি প্রতিভাবান ছিলেন বলে মত মনোজ বায়পেয়ীর।
অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে এ বার বলিউডের দিকে আঙুল তুললেন অভিনেতা মনোজ বাজপেয়ীও। সরাসরি কাউকে নিশানা করেননি তিনি।। তবে তাঁর বক্তব্য, বাকি দুনিয়ার মতো বলিউডও নিরপেক্ষ নয়। সহকর্মীকে বিষনজরে দেখা এ বার বন্ধ করতে হবে।
রবিবার মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে নাম, যশ, খ্যাতি পাওয়া সত্ত্বেও সুশআন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন কেন, তা এখনও রহস্যই। তবে সুশান্তের মৃত্যুর পিছনে বলিউডের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন অনেকে।
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ীও। ‘সোন চিড়িয়া’ ছবিতে অভিনয় করার সময় সুশান্তের সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে তাঁর। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মনোজ বলেন, ‘‘আমাদের বন্ধু চলে গিয়েছে। এ বার অন্তত আত্মসমীক্ষা করে দেখুক ইন্ডাস্ট্রি। এটা শুধুমাত্র কারও চলে যাওয়া নয়। বরং একটা মানুষ যে কি না খুব ভাল কাজ করছিল, আচমকা তার নিজেকে শেষ করে দেওয়া।’’
আরও পড়ুন: মানতে পারেননি দেওরের পরিণতি, সুশান্তের শেষকৃত্য চলাকালীন বৌদির মৃত্যু
রূপে, গুণে, প্রতিভায় সমসায়িক অনেকের থেকেই সুশান্ত এগিয়েছিলেন। তাঁর সাফল্যে সকলের শামিল হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন মনোজ। তিনি বলেন, ‘‘সমসাময়িক সকলের থেকে বেশি প্রতিভাবান ছিল সুশান্ত। রূপে-গুণে কারও চেয়ে কম ছিল না। তা সত্ত্বেও নিজেকে এ ভাবে শেষ করে দিল। আচমকাই আমাদের ছেড়ে চলে গেল। বিষয়টি নিয়ে ভাবার সময় এসেছে।’’
মনোজ আরও বলেন, ‘‘অন্যের ব্যর্থতা উদযাপন না করে, তাঁদের সাফল্যের শরিক হওয়া উচিত আমাদের। নিজেদের আচরণ ঠিক করতে হবে আমাদের। ভুলগুলি শুধরে নিতে হবে। কেউ মনের মতো না হলেই পিছনে তাঁর সমালোচনা করতে হবে, তাঁকে নিয়ে মশকরা করতে হবে, এই আচরণ পাল্টাতে হবে আমাদের। সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল হতে হবে।’’
সাফল্য এবং ব্যর্থতার নিরিখে কারও বিচার করা উচিত নয় বলেও মন্তব্য করেন মনোজ। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে অনেক প্রশ্নই উঠে আসছে। সেগুলির উত্তর পাওয়া প্রয়োজন। ছবি হিট হল না ফ্লপ তাতে কিছু যায় আসে না। সাফল্য এবং ব্যর্থতার নিরিখে কাউকে মেপে দেখা উচিত নয়। ইন্ডাস্ট্রি, সমালোচক সকলকেই এ কথা মাথায় রাখতে হবে। সহকর্মীকে বিষনজরে দেখা বন্ধ হোক।’’
আরও পড়ুন: বই, টেলিস্কোপ, নাইটদের শিরস্ত্রাণ…সুশান্তের বিলাসবহুল বাড়ির অন্দরসজ্জায় মেধারই আধিপত্য
সুশান্তের মৃত্যুর জন্য এর আগে সরাসরি বলিউডকে কাঠগড়ায় দাঁড় করিয়ে্ছেন কঙ্গনা রানাউত-সহ আরও অনেকেই। কঙ্গনার অভিযোগ, ইন্ডাস্ট্রি সুশান্তকে কখনও প্রাপ্য স্বীকৃতিই দেয়নি। এই প্রত্যাখ্যান সহ্য করতে পারেননি তিনি।