সুশান্তের সঙ্গে এক মঞ্চে সিদ্ধান্ত।
সিদ্ধান্ত চতুর্বেদী। বলিউড যাঁকে ‘এমসি শের’ নামে চেনে। আট বছর আগে তাঁর অভিনয় জীবনের শুরুটা কিন্তু সুশান্তকে সাক্ষী রেখেই হয়েছিল। আট বছর আগের এক ভিডিয়ো শেয়ার করে নস্টালজিয়ায় ডুব দিলেন সিদ্ধান্ত।
সিদ্ধান্ত বহিরাগত। বাবা-মা’র কথায় সিএ পড়তে গেলেন ঠিকই, তবে প্যাশন অভিনেতা হওয়ার। এক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় অংশ নিলেন তিনি। সাল ২০১২। সিদ্ধার্থের বয়স তখন ১৯। ওই শোতেই অতিথি হয়ে এসেছিলেন জ্যাকলিন এবং সুশান্ত সিংহ রাজপুত। অনেক রাউন্ডের পর অবশেষে মঞ্চে উঠে সুশান্ত নিজেই বিজয়ীর নাম ঘোষণা করলেন, “ফ্রেশ ফেস ২০১২ গো’জ টু সিদ্ধান্ত চতুর্বেদী।” ব্যস! আর কী? সিদ্ধান্তের অভিনেতা হওয়ার স্বপ্ন উড়াল দিল অবশেষে।
A post shared by Siddhant Chaturvedi (@siddhantchaturvedi) on
এখানেই শেষ নয়। সুশান্ত-সিদ্ধান্ত মিলে মঞ্চে জমিয়ে নাচলেন ‘চিকনি চামেলি’। কে বলবে সুশান্ত তখন বলিউডের বেশ পরিচিত মুখ? কোনও আত্মগরিমা নেই। অহঙ্কার নেই। একেবারে ‘পাশের বাড়ির ছেলে’। সেই ভিডিয়োই শেয়ার করেছেন সিদ্ধান্ত। লিখেছেন, “জিতেছিলাম আমি। নেচেছিলাম দু’জন মিলে। ওই রাতে ঘুম আসেনি সুশান্ত ভাইয়া। মঞ্চে তোমার মুখ দিয়ে আমার নাম শোনা গিয়েছে। ওই প্রথম বার বাবা-মায়েরও মনে হয়েছিল ছেলেটার মধ্যে কিছু একটা ব্যাপার রয়েছে। বাবা এসে বলল, সিএ ছেড়ে হিরো হওয়ার চেষ্টা কর। আমার প্রথম জয়, প্রথম শুরু।’’
A post shared by Siddhant Chaturvedi (@siddhantchaturvedi) on
সিদ্ধান্ত আরও লিখছেন, “হাজার বার দেখেছি ভিডিয়োটা। ভেবেছি শেয়ার করব আদৌ? তার পর মনে হল, দুই ভাই মিলে জমিয়ে নেচেছি। শেয়ার না করলে হয়?” সুশান্ত এবং জ্যাকলিনের সঙ্গে একটা ছবিও শেয়ার করেছেন সিদ্ধান্ত। সেই আট বছর আগের ছবি। না চিনিয়ে দিলে বোঝাই দায় যে জ্যাকলিনের ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন আজকের ‘এমসি শের’। ক্যাপশনে সিদ্ধান্ত লিখেছেন, “ভেবেছিলাম দেখা হলে জিজ্ঞাসা করব, সুশান্ত ভাইয়া মনে আছে? আমি সেই ছেলে? মনে আছে আট বছর আগে...ফ্রেশ ফ্রেশ...।’’