সুশান্ত সিংহ রাজপুতের হলটা কী! ‘কাই পো চে’র সময়ের সুশান্ত আর পাঁচ বছর পরের তাঁর মধ্যে আকাশ-পাতাল তফাত! সোমবার ‘রবতা’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠান ছিল মুম্বইয়ে। সেখানে এক সাংবাদিকের সঙ্গে বেশ অভদ্র ব্যবহার করেন সুশান্ত। এ ছাড়াও গোটা অনুষ্ঠানে ছন্নছাড়া ছিলেন তিনি। ভালভাবে কোনও প্রশ্নেরই জবাব দিতে দেখা যায়নি তাঁকে।
পাকিস্তানের জেলে বন্দি কুলভূষণ যাদবের প্রসঙ্গে সুশান্তকে প্রশ্ন করায় বিরক্ত হয়ে ওঠেন অভিনেতা। প্রথমে মন্তব্য করবেন না বলে এড়িয়ে যান। দ্বিতীয়বার প্রশ্ন করায় সাংবাদিকের উপর চোটপাট করেন তিনি। সুশান্তের হাবভাব দেখে ধন্দে বলিউডও। কোনও দিনই সুশান্ত এই রকম ছিলেন না। ‘কাই পো চে’ তাঁকে রাতারাতি স্টার বানিয়েছিল। তার আগে টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’ তাঁকে পরিচিতি দিয়েছে। যাঁরা সুশান্তকে অনেক দিন ধরে চেনেন তাঁদের মতে, ‘ধোনি: দি আনটোল্ড স্টোরি’ করার সময় থেকেই সুশান্তের মধ্যে বদল আসতে থাকে। ওই সময়েই দীর্ঘদিনের বান্ধবী অঙ্কিতা লোখন্ডের সঙ্গে তাঁর বিচ্ছেদও হয়ে যায়।
‘ধোনি...’ তাঁর কেরিয়ারে একটা মাইলস্টোন। এই ছবিটির জন্য অন্য অনেক কাজ ছাড়তে হয়েছে সুশান্তকে। তবে এই মুহূর্তে অভিনেতার হাতে চারটে ছবি। ‘রবতা’ ছাড়া ‘তাকডুম’, ‘ড্রাইভ’, ‘চন্দা মামা দূর কে’ ছবিতে অভিনয় করছেন সুশান্ত। যিনি আগে বলতেন, একসঙ্গে একটার বেশি ছবি করবেন না। সেই সুশান্তই পরপর ছবিতে সই করে যাচ্ছেন। তাঁর ঘনিষ্ঠজনদের মতে, সাফল্যই ধীরে ধীরে সুশান্তকে বদলে দিয়েছে। না হলে কোনও পাবলিক অনুষ্ঠানে তাঁকে ‘অ্যাটিটিউড’ দেখিয়ে কথা বলতে আগে কখনও দেখা যায়নি!
অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে কৃতী শ্যাননের সঙ্গে সুশান্তের ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছিল। কৃতী আর সুশান্তকে শ্যুটিংয়ের বাইরেও একাধিক জায়গায় ঘনিষ্ঠভাবে মেলামেশা করতে দেখা গিয়েছে। সেটা দেখেই, দু’জনের প্রেম নিয়ে সন্দেহ দানা বাঁধে। যদিও এ ব্যাপারে সুশান্ত বা কৃতী কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। এ দিন ট্রেলার লঞ্চের আসরে তাঁদের মধ্যে কিন্তু তেমন কোনও জোরালো কেমিস্ট্রি দেখা গেল না। যদিও ‘রবতা’র অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বেশ চর্চা চলছে।
ট্রেলার লঞ্চে সুশান্ত-কৃতী। ছবি: পিটিআই
সুশান্তকে তাঁদের রসায়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমরা দু’জনেই ইঞ্জিনিয়র। দু’জনেই দিল্লির। অনস্ক্রিন-অফস্ক্রিন দু’রকম কেমিস্ট্রিই আমাদের মধ্যে দেখতে পাবেন। অনেক বিষয় নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়।’’ সুশান্ত যেটুকুও বা জবাব দিলেন, কৃতী একেবারেই মুখ বন্ধ করে বসে রইলেন। আর সেটাই উসকে দিয়েছে বিতর্ক। দু’জনের মধ্যে কি প্রেম আদৌ রয়েছে? নাকি ‘রবতা’র জন্য পুরোটাই দেখনদারি! ছবি রিলিজের পরেই আসল সত্যিটা বোঝা যাবে।
‘রবতা’র ট্রেলার নিয়েই বিতর্ক উঠেছে। জন্মান্তরের গল্প দেখানো হচ্ছে ছবিতে। ত্রিকোণ প্রেম। একটি গল্প হাল আমলের। আর একটি পৌরাণিক পটভূমিতে। রাকেশ ওমপ্রকাশ মেহরার ‘মির্জা’ একই থিমের উপর ছিল। তব্বু এবং সঞ্জয় কপূরের ‘প্রেম’, কাজল-সেফ আলি খানের ‘হামেশা’ এবং এসএস রাজামৌলির ‘মগধীরা’র সঙ্গেও মিল রয়েছে। তাই ‘কপি’ করার অভিযোগ ইতিমধ্যেই দীনেশ বিজয়নের ছবিকে ঘিরে উঠেছে।