প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরের ছবি শেয়ার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানাল মহারাষ্ট্র পুলিশ। —ফাইল চিত্র
পরনে হাফপ্যান্ট, গায়ে কালো টি-শার্ট। বিছানার উপর পড়ে রয়েছে নিথর দেহ। গলায় কালশিটে দাগ। সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহের এমনই একাধিক ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে অনেকেই বিরক্ত হয়েছেন। নেটাগরিকদের একাংশের মধ্যেই আবার ওই ছবি শেয়ার না করার আর্জিও ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এ বার সেই পথে হেঁটে মহারাষ্ট্র পুলিশও ওই ছবি শেয়ার বা পোস্টের উপর কার্যত নিষেধাজ্ঞা জারি করল। ইতিমধ্যেই যাঁরা এই ছবি শেয়ার করেছেন, তাঁদেরও ডিলিট করার আর্জি জানানো হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে আইনি ব্যবস্থা নেওয়ারও।
রবিবার মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় সুশান্ত সিংহ রাজপুতের দেহ। ঝড়ের গতিতে সেই খবর ছড়ানোর পাশাপাশি সুশান্তের মৃতদেহের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে যায়। সেই সব ছবি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে বহু পোস্টের পাশাপাশি ঘুরতে থাকে হোয়াটস্অ্যাপের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপেও। কিন্তু তাতে বহু মানুষ বিরক্ত হন। বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় অনেকের মধ্যেই।
এর পর রবিবার রাতের দিকে সক্রিয় হয় মহারাষ্ট্র পুলিশের সাইবার সেল। ওই ছবিগুলি শেয়ার করা থেকে বিরত থাকার পাশাপাশি এটা যে আইনবিরুদ্ধ তাও জানানো হয়। সাইবার সেলের পক্ষ থেকে টুইট করা হয়, ‘‘প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার প্রবণতা দেখা যাচ্ছে। এটা কুরুচিকর।’’ আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও ছিল পরের পোস্টে— ‘‘ওই ধরনের ছবি ছড়ানো আইনি ও আদালতের নির্দেশিকা-বিরুদ্ধ। তাই এমন ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’ অন্য টুইটে নেটাগরিকদের কাছে ওই ছবি শেয়ার না করার আর্জি জানিয়ে আরও লেখা হয়েছ, ‘‘মহারাষ্ট্র সাইবার সেল নেটাগরিকদের প্রতি আর্জি জানাচ্ছে যে, ওই ছবিগুলি শেয়ার করা থেকে বিরত থাকুন। যাঁরা ইতিমধ্যেই পোস্ট বা শেয়ার করেছেন, তাঁরাও সেগুলি ডিলিট করে দিন।’’
আরও পড়ুন: অঙ্কিতা থেকে সারা, রিয়া... আরবসাগরের নোনা ঢেউয়ের মতো সুশান্তর জীবনে আছড়ে পড়েছিল বহু সম্পর্ক
আরও পড়ুন: ‘আত্মহত্যা নয়, খুন হয়েছে সুশান্ত’, বিস্ফোরক অভিনেতার মামা
শুধু পুলিশ নয়, নেটাগরিকদের মধ্যেও অনেকে একই রকম আর্জি জানিয়েছেন। বলিউড তারকাদের মধ্যেও একই রকম প্রতিক্রিয়া। অভিনেত্রী তথা কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতন্ডকর টুইটারে লিখেছেন, ‘‘সুশান্ত সিংহ রাজপুতের যে ছবি শেয়ার করা হচ্ছে, সেগুলি বিরক্তিকর ও হতাশাজনক, দায়িত্বজ্ঞানহীন ও অসংবেদনশীল। আত্মহত্যার খবর এ ভাবে উত্তেজনাপূর্ণভাবে দেখানো উচিত নয়। অন্তত মৃতের প্রতি কিছুটা সম্মান দেখানো উচিত।’’