হাই কোর্ট ছেড়ে এ বার সুপ্রিম কোর্টে একতা কপূর। —ফাইল চিত্র
সম্প্রতি বিহারের বেগুরসরাই আদালতের তরফে বলিউডের পরিচালক এবং প্রযোজক একতা কপূর এবং তাঁর মা শোভা কপূরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একতা। একতা কপূর প্রযোজিত ‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজ়ে আপত্তিকর দৃশ্য দেখানোর প্রসঙ্গে ১৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার সেই মামলার শুনানি হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি অজয় রাস্তোগী এবং সিটি রবিকুমার বলেছেন, ‘‘কিছু একটা করা প্রয়োজন। আপনি দেশের যুব সমাজকে কলুষিত করছেন। এটি সবাই দেখতে পারেন। আপনি দর্শককে কী বেছে নিতে বলছেন?’’
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একতা কপূরের তরফে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি প্রথমে পটনা হাই কোর্টে এই মামলার জন্য আবেদন জানান। কিন্তু সেখান থেকে দ্রুত বিচার পাওয়ার আশা না থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।রোহাতগি এই প্রসঙ্গে বলেন, ‘‘সাবস্ক্রিপশন নেওয়ার পরেই এই কন্টেন্ট দেখা যাবে। তাই দর্শকের স্বাধীনতা রয়েছে তা বেছে নেওয়ার।’’
বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘‘আদালতে সাধারণ মানুষ বিচারের জন্য আসেন। যাঁদের একমাত্র শেষ সম্বল আদালত, তাঁরাই আমাদের দ্বারস্থ হন। যাঁরা তথাকথিত ‘আলোকপ্রাপ্ত’, তাঁরা যদি বিচার না পান, তা হলে সাধারণ মানুষের কথা ভাবুন তো। প্রতিবার আপনি এই ধরনের মামলা নিয়ে আদালতে আসছেন, তা বরদাস্ত করব না। এর পর এ সব ক্ষেত্রে জরিমানা ধার্য করা হবে।’’