Gadar 2

‘গদর ২’কে এতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, নিজের ছবি প্রসঙ্গে হঠাৎ এমন মন্তব্য কেন সানির?

‘গদর ২’ নিয়ে অখুশি পাক দর্শকদের একাংশ? বিষয়টিকে খুব বেশি পাত্তা না দেওয়ার কথা বললেন সানি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৩ ১৯:০৩
Share:

‘গদর ২’ ছবির দৃশ্য। ছবি: সংগৃহীত।

বক্স অফিসে নিজের দাপট বজায় রেখেছে ‘গদর ২’। মাত্র ১৬ দিনেই এই ছবি ৪৩৯ কোটি টাকা আয় করেছে। ভেঙে দিয়েছে ‘কেজিএফ ২’-এর নজির। পুরানো চাল যে ভাতে বাড়ে, সে কথাই যেন প্রমাণ করে দিলেন সানি দেওল। দর্শক মহলে প্রশংসিত হয়েছে এই ছবি। তবে সবই যে ইতিবাচক দিকে গড়িয়েছে, তেমনটা নয়। এই সিনেমাকে নিয়ে সমালোচনায় মুখরও হয়েছেন প্রতিবেশী রাষ্ট্রের একাংশ। এ বার তাঁদের জবাব দিলেন পর্দার তারা সিংহ।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ছবির পাকিস্তান বিরোধীতা, ও পাকিস্তানি দর্শকদের একাংশের ক্ষোভ সম্পর্কে বলেন, ‘‘আসলে এটা দুই দেশের রাজনৈতিক বিষয়। কাঁটাতারের দুই দিকে মানুষরা কিন্তু এক রকম। গোটা সিনেমাটা কেউ যদি দেখে থাকেন, তা হলে বুঝবেন, আমি কাউকে ছোট করিনি। আমি কাউকে নিচু করায় বিশ্বাসী নই। এমনকি তারা সিংহ চরিত্রটাও তেমন নয়।’’

সানি আরও বলেন, ‘‘আমার মনে হয়, ভোট ব্যাঙ্কের কথা ভেবে রাজনৈতিক নেতাদের জগৎটাকে খোলা চোখে দেখা উচিত। এই ছবিটাকেও অতটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, এটা তো শুধু মনোরঞ্জনের জন্য় তৈরি করা। এর পিছনে আর কোনও উদ্দেশ্য নেই। তবে এটাও ঠিক, সিনেমায় কিছু অতিরঞ্জিত বিষয় থাকেই। কারণ, সে ভাবেই দর্শক নায়কদের দেখতে চান। সে রকম অতিরঞ্জন না থাকলে দর্শক ছবি উপভোগও করতে পারবেন না। ’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement