Bollywood Scoop

ঝুলিতে হিট ছবির খরা, বক্স অফিসে জায়গা পেতে এ বার ‘শত্রু’র হাত ধরলেন আমির!

‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’-এর পরে ‘লাল সিংহ চড্ডা’রও বেনজির ব্যর্থতা। তার পর থেকেই কিছুটা অন্তরালে আমির খান। অভিনয় থেকে বিরতি নিয়ে আপাতত প্রযোজনায় মন আমির খানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২৩ ১৯:০০
Share:

আমির খান। ছবি: সংগৃহীত।

কেরিয়ারের নিরিখে গত কয়েক বছর বিশেষ ভাল কাটেনি বলিউড অভিনেতা আমির খানের। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল ‘ঠগ্‌স অফ হিন্দোস্তান’। তার পরে একই রকমের ভরাডুবির সম্মুখীন হয় ‘লাল সিংহ চড্ডা’-ও। জনপ্রিয় হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসের ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে তৈরি ছবির ব্যর্থতার পরে প্রায় এক বছর প্রচারের আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন আমির। অভিনয় থেকেও বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। অভিনেতার ঘনিষ্ঠ সূত্র মারফত জানা যায়, অভিনয় ছেড়ে আপাতত প্রযোজনাতেই মন দিতে চান আমির। খবর পাওয়া যায়, স্প্যানিশ ড্রামা ‘ক্যাম্পিওনেস’ অবলম্বনে হিন্দিতে ‘চ্যাম্পিয়ন্স’ ছবি বানানোর জন্য কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। ছবিতে প্রযোজকের ভূমিকায় থাকছেন আমির। এই একটা ছবিতেই শেষ নয়। পর পর অভিনয়ে রাশ টেনে আপাতত নিয়মিত ভাবে প্রযোজনা করতে আগ্রহী আমির। বক্স অফিসেও নিজের হারানো জায়গা ফিরে পেতে চান তিনি। হিটে ফিরতে এ বার আমিরের ভরসা তাঁর দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী। সেই প্রতিদ্বন্দ্বী অন্য কেউ নন, বলিউড অভিনেতা সানি দেওল। প্রযোজক হিসাবে নিজের পরের ছবির জন্য ‘গদর ২’ তারকার সঙ্গে জুটি বাঁধছেন পর্দার নিকুম্ভ স্যর।

Advertisement

চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গদর ২’ বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করেছে। অনিল শর্মা পরিচালিত এই ছবির প্রেক্ষাপট ছিল ভারত-পাকিস্তানের সমীকরণ। সাধারণ দর্শকের মনে জায়গা করে নিয়েছিল এই ছবি। তাঁদের ওই আবেগকেই আরও এক বার কাজে লাগাতে চান আমির। সে কথা মাথায় রেখে প্রযোজক-অভিনেতা হাত মেলালেন সানির সঙ্গে। খবর, দেশভাগের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে তাঁদের ছবি ‘লাহোর, ১৯৪৭’। ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন রাজকুমার সন্তোষী। মঙ্গলবার নিজের প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন্সের তরফে সমাজমাধ্যমের পাতায় ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করেন আমির।

এখনও পর্যন্ত একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি আমির ও সানি। তবে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বী হিসাবে একে অপরের মুখোমুখি হয়েছেন তাঁরা। ১৯৯০ সালে একই সময় মুক্তি পেয়েছিল আমিরের ‘দিল’ ও সানির ‘ঘায়াল’। এক সময়ের রেষারেষি ভুলে এ বার একই ছবিতে দুই তারকা। অন্য দিকে, রাজকুমার সন্তোষীর সঙ্গে সানি কাজ করেছেন ‘দামিনী’-র মতো ছবিতে। এই তিন সমীকরণ কি তুফান তুলবে বক্স অফিসে? অনুরাগীদের প্রত্যাশা তেমনই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement