(বাঁ দিকে) প্রিয়াংশু পাইনুলি, সুমিত ব্যাস (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
রাজ চক্রবর্তী হিন্দি সিরিজ় পরিচালনা করতে চলেছেন। তাঁর পরিচালিত ছবি ‘পরিণীতা’ এ বার জাতীয় স্তরে দেখা যাবে। সেই খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। সে দিন রাজ মুখে কুলুপ আঁটলেও রথযাত্রার দিন এক্স (সাবেক টুইট) হ্যান্ডলে সে খবর আনুষ্ঠানিক ভাবে জানিয়েছেন। উত্তর কলকাতায় শুটিং শুরু হবে পুজোর সময়। আপাতত তাই নিয়ে ব্যস্ত বিধায়ক-পরিচালক-প্রযোজক। ইতিমধ্যে ছবির অভিনেতা বাছাই পর্বও শুরু হয়ে গিয়েছে। উঠে এসেছে বলিউডের দুই অভিনেতার নাম। তাঁরা কারা?
খবর, সুমিত ব্যাস আর প্রিয়াংশু পাইনুলিকে দেখা যেতে পারে। সুমিতকে সম্ভবত দেখা যাবে খলনায়কের চরিত্রে। যে চরিত্রে বাংলা ছবিতে অভিনয় করেছিলেন গৌরব চক্রবর্তী। ছবিতে নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এক নীরব প্রেমিকের ভূমিকায় দেখা গিয়েছিল আদৃত রায়কে। সেই ভূমিকায় দেখা যেতে পারে প্রিয়াংশুকে। এ-ও শোনা যাচ্ছে, সিরিজ়ে বলিউড নায়িকা, হিন্দি অভিনেতাদের পাশাপাশি কলকাতার জাতীয় স্তরের খ্যাতনামী অভিনেতারাও থাকবেন। সেই অনুযায়ী উঠে এসেছে দুই বলিউড অভিনেতার নাম। সুমিত জনপ্রিয় ‘ইংলিশ ভিংলিশ’, ‘পার্চড’, ‘বীরে দি ওয়েডিং’-এর জন্য। প্রিয়াংশুকে দেখা গিয়েছে ‘রক অন ২’, ‘পিপ্পা’ ছবিতে, ‘মির্জ়াপুর ২’ সিরিজ়ে।
সাল ২০১৯। ‘পরিণীতা’ দিয়ে রাজ তাঁর পরিচালনার ঘরানা বদলেছিলেন। অভিনেতা সোহিনী সেনগুপ্তের তত্ত্বাবধানে ছবির জন্য নিজেকে ভেঙেচুরে তৈরি করেছিলেন শুভশ্রীও। নায়ক ‘বাবাইদা’র চরিত্রে ঋত্বিক চক্রবর্তীও নতুন ভাবে নিজেকে পর্দায় তুলে ধরেছিলেন। হিন্দি সিরি়জ়ের ক্যামেরার দায়িত্বে গৈরিক সরকার। সিরিজ় সম্পাদনার দায়িত্বে ‘এলএসডি২’ খ্যাত সম্পাদক পারমিতা ঘোষ। গল্প এবং চিত্রনাট্যে অনেকটাই বদল ঘটানো হয়েছে। হিন্দি সিরিজ়ের জন্য গল্প লিখেছেন এক মরাঠি লেখক। জানা গিয়েছে, উত্তর কলকাতার পাশাপাশি শহরতলিতেও কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করবেন রাজ।