Sudipa Chatterjee

সপ্তমীতে প্রথম অঞ্জলি দিল সুদীপার ছেলে আদিদেভ

স্টাইল আর কেতায় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেভ এখনই সুপার স্টার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০১৯ ১৫:৪৮
Share:

মা সুদীপার কোলে ছোট্ট আদিদেভ। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

বয়স এখনও এক পেরোয়নি। তাতে কী? স্টাইল আর কেতায় অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায়ের ছেলে আদিদেভ এখনই সুপার স্টার।

Advertisement

সপ্তমীর সকালে এই প্রথম বার অঞ্জলি দিল আদি। হলুদ রঙের কুর্তা আর কমলা রঙের পাজামায় আদি যেন ‘হিরো’। বড়দের মাঝেই মায়ের কোলে চড়ে দুর্গার পায়ে ফুল নিবেদন করল সে।

সুদীপাও সেজেছিলেন একেবারে আটপৌরে সাজে। বাড়ির পুজো বলে কথা। পঞ্চমী থেকেই তাঁর বাড়িতে পুজো শুরু হয়ে যায়। আসতে থাকেন একের পর এক আত্মীয়, বন্ধু-বান্ধব। মাকে গয়না পরানো, ভোগ দেওয়া— সব মিলিযে সে এক এলাহি আয়োজন। টলিপাড়ার তারকাদের ভিড়ও জমে সেখানে। মায়ের সঙ্গে পাল্লা দিয়ে আদিও মেতে উঠেছে পুজোর আনন্দে।

Advertisement

আরও পড়ুন: কম বয়সেই বাবা, স্ত্রীয়ের ক্যানসার, ১৩ বছর ধরে ভালবাসা একই থেকে গিয়েছে আয়ুষ্মানের

আরও পড়ুন: ছবির এই ফুটফুটে শিশুটি কে বলুন তো?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement