মাত্র দু’মাস বাকি, বেবিবাম্পের ছবি শেয়ার শুভশ্রীর

বেশ কয়েক দিন শুভশ্রীর সঙ্গে আদরের ছবি পোস্ট করেছিলেন রাজ। লাল পাড়সাদা শাড়ির শুভশ্রীকে জড়িয়ে ছিলেন তিনি। সেখানেও স্পষ্ট দেখা যাচ্ছিল, রাজের ‘শুভ’র বেবিবাম্প। মিষ্টি হেসে রাজ বলেছিলেন, “শুভকে লুকিয়ে ইনস্টাতে ছবিটা পোস্ট করি।ও তো কিছুই করতে দেবে না আমায়।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ জুলাই ২০২০ ১৬:০০
Share:

শুভশ্রী

আর মাত্র দু’মাস। টলিপাড়ার হ্যাপেনিং কাপল রাজ-শুভশ্রীর বাড়িতে আসবে নতুন অতিথি। তাঁদের আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে আরবানা-র প্রতিটি কোণায়। সেই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই সাত মাসের বেবি বাম্পের ছবি শেয়ার করলেন শুভশ্রী নিজেই। শুভশ্রীর হাত পেটের কাছে, ছুঁয়ে আছেন সন্তানকে। মুখ জুড়ে প্রশান্তি। ছবিটি সাদা-কালো, তবে শুভশ্রীর জীবনে এখন শুধুই বাহারি রঙের খেলা।

Advertisement

বেশ কয়েক দিন শুভশ্রীর সঙ্গে আদরের ছবি পোস্ট করেছিলেন রাজ। লাল পাড়সাদা শাড়ির শুভশ্রীকে জড়িয়ে ছিলেন তিনি। সেখানেও স্পষ্ট দেখা যাচ্ছিল, রাজের ‘শুভ’র বেবিবাম্প। মিষ্টি হেসে রাজ বলেছিলেন, “শুভকে লুকিয়ে ইনস্টাতে ছবিটা পোস্ট করি।ও তো কিছুই করতে দেবে না আমায়।”

আরও পড়ুন- ঘরভর্তি ধোঁয়া, সবাই মিলে বসে মদ-সিগারেট খাচ্ছে, বেরিয়ে এলাম...: তুহিনা

Advertisement

দেখুন সেই ছবি

Life’s biggest miracle is the gift of having life growing inside you .#proudhappymamma #pregnant #pregnancy #babybump P.C @iamshristipandey

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

এ বার অবশ্য নিজেই ইনস্টাতে ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী। গত ১১ মে বিবাহবার্ষিকীর দিনেই বাবা-মা হওয়ার খবরটা নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছিলেন ওঁরা। শুভশ্রী বলেছিলেন, ‘‘আমার মা আর শাশুড়িকে এত খুশি হতে আগে কখনও দেখিনি।’’

আর মাত্র দু’টো মাস। সেপ্টেম্বরের সেই উজ্জ্বল দিনের অপেক্ষায় এখন রাজ-শুভশ্রী।

On the occasion of our 2nd marriage Anniversary ,we are happy to announce that we'll be having another hand to hold and another heart to love. We're pregnant!

A post shared by Subhashree Ganguly (@subhashreeganguly_real) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement