Entertainment News

‘স্টেজ ক্রাফট অ্যাওয়ার্ড ২০১৮’ নেপথ্য শিল্পীদের সম্মানের মঞ্চ

সম্প্রতি ‘স্টেজ ক্রাফট ফাউন্ডেশন’-এর তরফে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, ঊষা উত্থুপ প্রমুখ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৩৫
Share:

সাংবাদিক বৈঠকে ঊষা উত্থুপ, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়।

পর্দায় অথবা মঞ্চে আপনি তারকাদের দেখতে পান। কিন্তু তাঁদের পিছনে অর্থাত্ পর্দা বা মঞ্চের বাইরে বহু মানুষ রয়েছেন, যাঁদের অবদান ছাড়া পর্দার অভিনেতা-অভিনেত্রীদের আপনি দেখতে পেতেন না। আবার তারকাদের কাজটা করাও সম্ভব হত না ওই মানুষগুলোর সাহায্য ছাড়া। সেই নেপথ্য শিল্পীদের সম্মান জানাতেই এগিয়ে এসেছে ‘স্টেজ ক্রাফট ফাউন্ডেশন’। আগামী শনিবার একটি অনুষ্ঠানে নেপথ্য শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

Advertisement

সম্প্রতি ‘স্টেজ ক্রাফট ফাউন্ডেশন’-এর তরফে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, ঊষা উত্থুপ প্রমুখ। প্রসেনজিত্ বলেন, ‘‘এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমি সম্মানিত। এই উদ্যোগ যে ওঁরা নিয়েছেন, সে জন্য ওঁদের ধন্যবাদ প্রাপ্য।”

সেরা ডেকরেটর, সেরা ইভেন্ট সেট ডিজাইনার, সেরা লাইট ডিজাইনারের মতো বেশ কিছু বিভাগে পুরস্কার পাবেন নেপথ্য শিল্পীরা। আগামিকালের অনুষ্ঠানে পারফর্ম করবেন অনুপম রায়, রূপম ইসলাম, বেনি দয়াল, আকৃতি কক্কর প্রমুখ।

Advertisement

আরও পড়ুন, এক কিশোরকণ্ঠীর লড়াই দেখুন ‘কিশোর কুমার জুনিয়র’-এর ট্রেলারে

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement