সেলফি তোলার মুডে রয়েছেন কিং খান। এবার ‘ফিল্মো কি জান’দের সঙ্গে সেলফি তুললেন শাহরুখ। ভাবছেন এরা আবার কারা? তাঁরা হলেন রোহিত শেট্টি এবং ফারহা খান। আইসল্যান্ডে ‘দিলওয়ালে’র একটি গানের শুটিং চলছে। গানের দৃশ্যায়নে কাজল-ম্যাজিক কীভাবে কাজ করছে, তারও একটা ইঙ্গিত শাহরুখ দিয়েছেন নিজের ফেসবুক পেজে। ক’দিন আগে কাজলের মা তনুজার সঙ্গেও সেলফি তুলেছিলেন শাহরুখ।