Shrabanti

Srabanti Chatterjee: বিরাট কোহলীর রেস্তরাঁয় শীতের রাতে দেখা গেল শ্রাবন্তী আর তাঁর প্রেমিক অভিরূপকে

আইনি মামলায় স্বামীর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি নতুন করে প্রেমে পড়েছেন নায়িকা। প্রথম দিকে সেই প্রেমের আড়াল থাকলেও এখন বন্ধুত্বের এই গভীর সম্পর্কে কোনও রাখঢাক নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২২ ১৫:৩৬
Share:

শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

তৃতীয় বিয়ে যে আর টিকিয়ে রাখতে চান না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আদালত মারফত তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাঁর স্বামী রোশন সিংহকে। শুধু তাই নয় রোশনের কাছে মোটা অঙ্কের খোরপোষ দাবি করে আদালতে দ্বারস্থ হয়েছে তাঁর আইনজীবী।

Advertisement

আইনি মামলায় স্বামীর সঙ্গে লড়াইয়ের পাশাপাশি নতুন করে প্রেমে পড়েছেন নায়িকা। প্রথম দিকে সেই প্রেমের আড়াল থাকলেও এখন বন্ধুত্বের এই গভীর সম্পর্কে কোনও রাখঢাক নেই।
সম্প্রতি কলকাতায় বিরাট কোহলীর রেস্তরাঁয় দেখা গেল শ্রাবন্তী আর অভিরূপ নাগ চৌধুরীকে। বর্তমানে ঊষসী সেনগুপ্ত বিরাটের এই রেস্তরাঁর দায়িত্বে আছেন। ঊষসীর আহ্বানেই শ্রাবন্তী ওই রেস্তরাঁয় যান। সঙ্গে অভিরূপ। ঊষসী নেটমাধ্যমে শ্রাবন্তী, অভিরূপ এবং আরও এক বন্ধু শ্রীপর্ণা রায়ের সঙ্গে আনন্দের সেই ছবি দিয়ে শ্রাবন্তীকে ধন্যবাদ জানান।

ছবিতে খোলা চুলে কালো-নীল জর্জেটের শাড়িতে শ্রাবন্তীকে ঊষসীর সঙ্গে দেখা যাচ্ছে। অভিরূপ ছাড়াও সঙ্গে আছেন অন্য বন্ধুরা।

Advertisement

বেশ কিছু দিন আগে শোনা যাচ্ছিল শ্রাবন্তী আর অভিরূপের প্রেম ভেঙে গিয়েছে। তাঁদের নাকি আর একসঙ্গে দেখা যাচ্ছে না। এই খবর যে সম্পূর্ণ ভুল এই ছবিই তার প্রমাণ। রোশনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ না হওয়ায় শ্রাবন্তী হয়তো আইনি পথে অভিরূপকে বিয়ে করতে পারছেন না। কিন্তু শ্রাবন্তী আর অভিরূপের গাঢ় বন্ধুত্বে কোথাও ছেদ পড়েনি।
কেবল শ্রাবন্তী নন, বেশ কয়েক জন খ্যাতনামীর যাওয়া-আসা আছে এই রেস্তরাঁয়। যেমন, অনির্বাণ ভট্টাচার্য, ইসা সাহা প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement