Shrabanati

‘নীরবতার মানে বুঝতে শুরু করেছ’, রোশনকে কটাক্ষ শ্রাবন্তীর?

ক্যাপশনের মাধ্যমেই অভিনেত্রী যেন বুঝিয়ে দিলেন, এত দিন ধরে রোশনের যাবতীয় কটাক্ষ, কটূক্তির নীরব প্রতিবাদ জানিয়েছেন তিনি। যা রোশনের চোখ খুলে দিয়েছে। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১২:৪৩
Share:

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

রোশন সিংহের দুটো পোস্ট কি ছুঁয়ে গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে?

Advertisement

বুধবার সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন। তার পরেই বুধবার রাতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার হয় অভিনেত্রীর তরফ থেকে। ঠোঁটে আঙুল রেখে শ্রাবন্তী চুপ থাকার ইশারা করছেন কাকে? ক্যাপশনের কথাও যথেষ্ট অর্থপূর্ণ, ‘বুঝেছি, তুমি নীরবতার মানে বুঝতে শুরু করেছ। এর থেকে শিক্ষাও নিচ্ছ। নীরবতারও নিজস্ব অর্থ এবং আলাদা মাত্রা রয়েছে।’

ক্যাপশনের মাধ্যমেই অভিনেত্রী যেন বুঝিয়ে দিলেন, এত দিন ধরে রোশনের যাবতীয় কটাক্ষ, কটূক্তির নীরব প্রতিবাদ জানিয়েছেন তিনি। যা রোশনের চোখ খুলে দিয়েছে।

Advertisement

View this post on Instagram

A post shared by Srabanti ❤️ (@srabanti.smile)

আরও পড়ুন: মা না বাবা? কার শিক্ষা সারা আলি খানের জীবনে বেশি গুরুত্বপূর্ণ? জানালেন অভিনেত্রী

শুরুতে রোশন সিংহের তরফ থেকে যতটা তর্জনগর্জন ছিল, গত তিন দিনে সে সব অনেকটাই স্তিমিত। তিন দিন আগে রোশন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, ‘মাই কণ্ডিশন’। অর্থাৎ, শ্রাবন্তী বিনা তিনি সত্যিই বড় একা? এর পরেই বুধবার শেয়ার করেন আরও একটি পোস্ট। সেখানে রোশন আর সুশান্ত এক স্ক্রিনে। সুশান্তের ছবিটিও যথেষ্ট অর্থপূর্ণ। প্রয়াত তারকার চোখে জল, ঠোঁটে ব্যথার হাসি।

নিঃসঙ্গ রোশন কি সুশান্তের মতোই ডুবে যাচ্ছেন হতাশা, অবসাদে!
সোশ্যাল মিডিয়ায় পোস্ট ছাড়া কোনও পক্ষই আলাদা করে মুখ খোলেননি। তবে রোশনের পোস্টের পরে শ্রাবন্তী কী বদলাবেন?

আরও পড়ুন : বড় পর্দার মজা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement