Mammootty health update

দক্ষিণী তারকা মামুট্টি ক্যানসারে আক্রান্ত! চর্চা অনুরাগীমহলে, সত্য জানাল অভিনেতার টিম

দক্ষিণী অভিনেতা মামুট্টির স্বাস্থ্য নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। শোনা যাচ্ছে, অভিনেতা নাকি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সম্পূর্ণ বিষয়ে মামুট্টির টিম প্রতিক্রিয়া জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১৩:০৩
Share:

দক্ষিণী অভিনেতা মামুট্টি। ছবি: সংগৃহীত।

বর্ষীয়ান দক্ষিণী সুপারস্টার মামুট্টি নাকি ক্যানসারে আক্রান্ত। গত কয়েক দিন ধরেই সমাজমাধ্যমে অভিনেতার স্বাস্থ্য নিয়ে একাধিক গুজব ছড়িয়েছে। এ বারে অভিনেতার স্বাস্থ্যের খবর জানাল তাঁর প্রচার সহায়ক দল।

Advertisement

মামুট্টির দলের তরফে জানানো হয়েছে যে, অভিনেতা ভাল আছেন। রমজান মাস চলছে। তাই দিন কয়েকের জন্য শুটিং থেকে বিরতি নিয়েছেন ‘মথিলুকল’ ছবি খ্যাত অভিনেতা। মামুট্টির তরফে একজন প্রতিনিধি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এটা ভুল খবর। রমজা়নের জন্য উপবাস করেছেন বলে তিনি ছুটিতে রয়েছেন।’’ অভিনেতার টিমের তরফে আরও জানানো হয়েছে, মামুট্টি বিরতির পর ফিরলেই অভিনেতা মোহনলালের সঙ্গে একটি ছবির শুটিং শুরু করবেন। এই ছবিতে রয়েছেন অভিনেত্রী নয়নতারাও।

মালয়ালম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা হিসেবে খ্যাত মামুট্টি এখনও পর্যন্ত চারশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন। গত বছর দর্শক তাঁকে ‘ভ্রমযুগম’, ‘টার্বো’ ছবিতে দেখেছেন। চলতি বছরে মুক্তি পেয়েছে মামুট্টি ‌অভিনীত ছবি ‘ডমিনিক অ্যান্ড দ্য লেডিজ় পার্স।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement