Alka Yagnik

আমি ইন্ডাস্ট্রির নোংরা রাজনীতির শিকার! লাদেন আমার গানের ভক্ত হলে দোষ কোথায়: অলকা

এমনও অনেক দিন গিয়েছে, মহড়ায় অলকা গেয়েছেন। রেকর্ডিংয়ের সময় পাল্টে গিয়েছেন শিল্পী। শোনা গিয়েছে অন্য গায়িকার কণ্ঠ!

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৫ ১১:৪৭
Share:
ওসামা বিন লাদেন অলকা যাজ্ঞিকের গান শুনতেন!

ওসামা বিন লাদেন অলকা যাজ্ঞিকের গান শুনতেন! ছবি: সংগৃহীত।

অলকা যাজ্ঞিকের অন্ধ ভক্ত ছিলেন ওসামা বিন লাদেন! সোমবার সকালে এই একটি খবর সাড়া ফেলে দিয়েছে মায়ানগরীতে। যাঁর সন্ত্রাসে ভয়ে কাঁপত বিশ্ব, তিনি হিন্দি গান শুনতেন। তাও আবার রোম্যান্টিক গান! আরও খবর, অ্যাবোটাবাদের সেফ হাউজ়ের বাড়ি থেকে ২০১১ সালে তাঁর ব্যক্তিগত কম্পিউটার আটক হয়। সেখানেই অলকার একাধিক গান পাওয়া গিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা প্রকাশ্যে এসেছে। জনৈক সাংবাদিক সে কথা জানাতেই পাল্টা যুক্তি দিয়েছেন গায়িকাও। তাঁর কথায়, “লাদেন যদি আমার গানের ভক্ত হন তাতে দোষ কোথায়?” এও জানিয়েছেন, ওঁর মধ্যে নিশ্চয়ই ‘শিল্পীমন’ ছিল। সেই জায়গা থেকেই হয়তো উনি গান শুনতে পছন্দ করতেন।

Advertisement

এ দিকে এ-ও জানা গিয়েছে, লাদেন শুধুই অলকার গান শুনতেন না। তাঁর ল্যাপটপে উদিত নারায়ণ, কুমার শানুরও অসংখ্য গান ছিল। প্রসঙ্গত, বিন লাদেনের কম্পিউটার থেকে পাওয়া গানগুলির মধ্যে রয়েছে অজয় দেবগন-কাজলের ‘প্যায়ার তো হোনা হি থা’র ‘আজনবি মুঝকো ইতনা বতা’, সলমান খান-মাধুরী দীক্ষিতের ‘দিল তেরা আশিক’-এর শীর্ষ সঙ্গীত এবং ১৯৯৪ সালের ‘জানে তমন্না’তে গাওয়া উদিত নারায়ণের ‘তু চাঁদ হ্যায় পুনম কা’।

একই সাক্ষাৎকারে অলকা ক্ষোভ উগরে দিয়েছেন। মুখ খুলেছেন ইন্ডাস্ট্রি নিয়ে। তাঁর দাবি, গানের ইন্ডাস্ট্রিতেও রাজনীতি রয়েছে। যে কারণে তাঁর কাছ থেকে বেশ কিছু গান কেড়ে নেওয়া হয়েছিল! গায়িকার কথায়, “সব কাজেই রাজনীতির ছায়া থাকে। বলিউডের রাজনীতি আমার থেকে অনেক গান কেড়ে নিয়েছে। আমার সমসাময়িক এক শিল্পী সে সময়ে যথেষ্ট নোংরা রাজনীতি করেছিলেন আমার সঙ্গে।” তিনি জানান, মহড়ায় তাঁকে দিয়ে গান গাওয়ানো হয়েছে। রেকর্ডিংয়ের সময় সেই শিল্পীর কণ্ঠস্বর ব্যবহৃত হয়েছে। তিনি নাকি এ ভাবেই অলকার থেকে গান কেড়ে নিতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement