Adipurush Controversy

রামায়ণ আর মহাভারত কি এক হয়ে গেল? ‘আদিপুরুষ’-এর প্রভাসকে দেখে কার কথা বলছেন অভিনেত্রী?

এর আগে কট্টর হিন্দুরা দাবি করেছিলেন, রাবণের সাজ হিন্দু ব্রাহ্মণের মতো হয়নি। এ বার ছবিমুক্তির ঠিক আগে দক্ষিণের অভিনেত্রী প্রশ্ন তুললেন রামের চেহারা নিয়ে! নতুন বিতর্কে ‘আদিপুরুষ’।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

মুম্বই শেষ আপডেট: ১০ জুন ২০২৩ ১২:৫৯
Share:

অভিনেত্রী কস্তুরী শঙ্কর (বাঁ দিকে)। ‘আদিপুরুষ’-এর এক দৃশ্যে প্রভাস (ডান দিকে)। —ফাইল চিত্র

‘আদিপুরুষ’ মুক্তির দোরগোড়ায় আরও এক নতুন বিতর্ক। রাবণ শুধু নয়, রামের চেহারা নিয়েও এ বার প্রশ্ন উঠল। ‘রামায়ণ’-এর চরিত্রের সঙ্গে ‘মহাভারত’-এর চরিত্রের মিল খুঁজে পেয়ে অসন্তুষ্ট হলেন দক্ষিণের অভিনেত্রী কস্তুরী শঙ্কর। ছবির পোস্টার দেখেই তাঁর দাবি, পৌরাণিক হিন্দু চরিত্রগুলিকে অস্বস্তিকর রকম ভুলভাল রূপ দেওয়া হয়েছে। রামের ভূমিকায় প্রভাসকে দেখে তাঁর মহাভারতের কর্ণের কথা মনে পড়ছে। শুধু তা-ই নয়, কস্তুরীর আপত্তি রাম-লক্ষ্মণের বেশভুষা নিয়েও।

Advertisement

কস্তুরী সমাজমাধ্যমে লিখেছেন, “রাম আর লক্ষ্মণের মুখে দাড়িগোঁফের জঙ্গল কেউ কি কোথাও মনে করতে পারছেন? প্রভাসকে দেখে তো রামের কথা মনেই পড়ছে না! কর্ণের মতো দেখাচ্ছে তাঁকে, রাম নয়।”

এর আগে কট্টর হিন্দুরা দাবি করেছিলেন, রাবণের সাজ হিন্দু ব্রাহ্মণের মতো হয়নি। ছবির ঝলকে সইফ আলি খানকে নাকি মোগল শাসকের মতো দেখাচ্ছে। পরের ট্রেলার থেকে অবশ্য রাবণকে আর দেখা যায়নি । সেই নির্দিষ্ট বিতর্কও নতুন বছরে ধামাচাপা পড়ে গিয়েছে। কোন চরিত্র শেষ অবধি কেমন থাকবে, তা একেবারে বোঝা যাবে প্রেক্ষাগৃহেই।

Advertisement

এত বিতর্কের ভিড়েও সেন্সর বোর্ডে নির্বিঘ্নে পাশ করে গেল ‘আদিপুরুষ’। সময়সীমা ৩ ঘণ্টা, যা অন্যান্য হিন্দি ছবির তুলনায় বেশিই। সেন্সর বোর্ডের কাঁচি স্পর্শ করতে পারেনি ওম রাউত পরিচালিত ‘রামায়ণ’ আশ্রিত এই ছবিকে। রাবণের চরিত্রে সইফ আলি খানের লুক নিয়ে শুরুতেই সমস্যা দেখা দিয়েছিল।

তবে ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক কি আর একটি! পুরাণ-নির্ভর ছবিকে সমালোচনার মুখে পড়তে হয়েছে বার বার। সম্প্রতি ছবির সাফল্য কামনা করে তিরুপতির মন্দিরে পুজো দিতে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন পরিচালক স্বয়ং। মন্দির চত্বরে নায়িকা কৃতি স্যাননকে জড়িয়ে ধরে চুমু খেয়েই বিতর্ক উস্কে দিয়েছেন ওম। তবে এতে কোনও হেরফের হয়নি ‘আদিপুরুষ’-এর টিকিট বিক্রিতে।

ঘটা করে মুক্তির আগে সেন্সর বোর্ডের শংসাপত্র মিলে গিয়েছে। বিশ্ব জুড়ে প্রদর্শিত হতে পারবে ‘আদিপুরুষ’। শুধু তা-ই নয়, ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ের মাধ্যমে বাজেটের প্রায় ৮৫ শতাংশ টাকা তুলে নেওয়া গিয়েছে। তেলঙ্গানায় বিনামূল্যে বিক্রি হয়েছে ছবির ১০ হাজার টিকিট! তেলঙ্গনায় ‘আদিপুরুষ’–এর পাশে এসে দাঁড়িয়েছেন ‘দ্য কাশ্মীর ফাইল্‌স’ ছবির অন্যতম প্রযোজক অভিষেক অগরওয়াল। তেলঙ্গনার দর্শকের উদ্দেশে ‘আদিপুরুষ’-এর ১০ হাজার টিকিট দান করার সিদ্ধান্ত নেন তিনি। ছবির প্রতি নিজের সমর্থন থেকেই অভিষেকের এই সিদ্ধান্ত বলে খবর।

মোটের উপর যদিও কোনও বিতর্কই থমকে দিতে পারেনি ‘আদিপুরুষ’-এর জয়জাত্রা। ঝড়ঝাপটা পেরিয়ে আগামী ১৬ জুন পর্দায় আসতে চলেছে প্রভাস, কৃতি এবং সইফ আলি খান অভিনীত ‘আদিপুরুষ’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement