Sourav Chatterjee

ফের বিয়ের পিঁড়িতে সৌরভ! আরও নতুন খবর আসছে, আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেতা

ছোট পর্দা, ওটিটিতে কাজ করেছেন। বড় পর্দায় কাজের আগে নিজের নতুন ভাবনা বাস্তবায়িত করতে চলেছেন সৌরভ চট্টোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুন ২০২৪ ২০:৫৩
Share:

ফের বিয়ের পিঁড়িতে সৌরভ চট্টোপাধ্যায়? সংগৃহীত চিত্র।

ফের বিয়ের পিঁড়িতে সৌরভ চট্টোপাধ্যায়। যদিও এই বিয়েতে নাকি মত নেই পাত্রীর। কিন্তু সৌরভ পাত্র ভাল। তাই বাড়ির লোক প্রায় জোর করেই কনেকে বিয়ের পিঁড়িতে বসাচ্ছেন! খবর জেনেই আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে। শুরুতে তিনি অধরা। অনেক কষ্টে নাগাল পেতেই প্রশ্ন শুনে হেসে ফেলেছেন অভিনেতা। তার পরেই কপট আক্ষেপ, ‘‘পর্দায় এই নিয়ে কমবেশি এক ডজন বিয়ে। বাস্তবে আর হচ্ছেই না!’’

Advertisement

স্টার জলসা তাঁর ঘর। এখান থেকেই ছোট পর্দায় যাত্রা শুরু। কিছু দিন আগে চ্যানেলের ‘সন্ধ্যা তারা’ ধারাবাহিকে খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। এ বার একই চ্যানেলে পর পর দুটো ধারাবাহিক ‘চিনি’ আর ‘কথা’য় দেখা মিলবে তাঁর। এ বারেও কি খলনায়ক? অভিনেতার জবাব, ‘‘না, আমি পুনর্মূষিক ভব! ফের ইতিবাচক চরিত্রে অভিনয় করছি। শাশ্বতী চিত্রনাট্য লিখছেন। তাই আশাবাদী আমি। শাশ্বতীই ‘মিঠাই’ ধারাবাহিকে ‘রাজীব কুমার’-এর মতো জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছিলেন।’’

দ্বিতীয় ধারাবাহিক ‘কথা’য় তিনি নায়িকার দাদা নীলাদ্রি। সরকারি চাকরি করেন। তাঁর সঙ্গে বিয়েতে নিমরাজি পাত্রীর বিয়ে! ইতিমধ্যেই দিন দুয়েকের শুটিং হয়ে গিয়েছে। সৌরভও প্রথম জীবনে সরকারি চাকরি করতেন। সেই চাকরি ছেড়ে অভিনয়ের দুনিয়ায়। বিনোদন দুনিয়ার অনিশ্চয়তার কথা কমবেশি সবাই জানেন। সেই জন্যই কি বাস্তবে সাতপাক ঘোরা হল না?

Advertisement

এই প্রশ্নও সৌরভের মুখে হাসি এনে দিয়েছে। তাঁর পাল্টা যুক্তি, ‘‘আমি সময় পাচ্ছি না। তাই বিয়ে হচ্ছে না, এমনও তো হতে পারে!’’

তিনি জানিয়েছেন, পর্দার মতো বাস্তবেও তিনি বড্ড ভাল। পরিষ্কার, কামানো মুখেচোখে সেই ভালমানুষি প্রকট। অভিনেতার অনুযোগ, ‘‘এত ভালও কি মেয়েরা ভালবাসে? মনে হয় না। ওই জন্যও হয়তো প্রস্তাব পাচ্ছি না।’’ পাশাপাশি এও যোগ করেছেন, বিয়ে করেননি বলেই অভিনয়ে ডুবে থাকতে পারছেন। ছোট পর্দায় একের পর এক ধারাবাহিকে কাজ করার পাশাপাশি সিরিজ়েও কাজ করছেন। উল্লেখযোগ্য সিরিজ় ‘মৌচাক’। বড় পর্দায় কাজ করবেন না? ডাকের অপেক্ষায় সৌরভ। সেই সঙ্গে শীঘ্র নিজের পডকাস্ট আনতে চলেছেন তিনি। নাম ‘টাইম অ্যান্ড টাইড’। বন্ধুর সঙ্গে যৌথ প্রযোজনায় ইতিমধ্যেই একটি সিরিজ় শুট করে ফেলেছেন সৌরভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement