Soumitrisha Kundu

হোটেলে গিয়েই বিপত্তি, অস্ত্রোপচার করাতে হল তড়িঘড়ি, এখন কেমন আছেন সৌমিতৃষা?

শহরের অভিজাত এক হোটেলে চলছিল শুটিং। তিনটে সিড়ি টপকাতে গিয়ে পা মোচকে পড়লেন অভিনেত্রী। সে এক রক্তারক্তি কাণ্ড! অস্ত্রোপচারের পর কেমন আছেন সৌমিতৃষা কুণ্ডু?

Advertisement

আনন্দবাজার অনলাইন

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৪ ১৫:২৯
Share:

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ছবি: সংগৃহীত।

দর্শক মহলে তিনি এখনও ‘মিঠাই’ নামে পরিচিত। যদিও ছোট পর্দার গণ্ডি ছাড়িয়ে তিনি এখন বড় পর্দার নায়িকা। আপাতত ছোট পর্দা থেকে বিরতি নিয়েছেন সৌমিতৃষা কুণ্ডু। তবে বিজ্ঞাপন, ফটোশুটের কাজ চলছে। এ বার তেমনই এক শুটিংয়ে গিয়ে ঘটল বিপত্তি। শহরের অভিজাত এক হোটেলে চলছিল শুটিং। তিনটে সিড়ি টপকাতে গিয়ে পা মোচকে পড়লেন। সে এক রক্তারক্তি কাণ্ড! হাসাপাতালে গিয়ে অস্ত্রোপচার করাতে হয়। এখন কেমন আছেন সৌমিতৃষা? আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেত্রী।

Advertisement

রূপোলি পর্দার নায়ক-নায়িকাদের জীবনে যেমন গ্ল্যামার চাকচিক্যের ছড়াছড়ি। তেমনই রয়েছে হাড়ভাঙা খাটুনি। তবে প্রচারের আলোয় চাপা পড়ে যায় তারকাদের কষ্টের কথা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দু’টি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। প্রথম ছবিতে দেখা গেল, অভিনেত্রীর পায়ের নখে বাঁধা ব্যান্ডেজ, যা ভিজে আছে রক্তে। পরের ছবিতে দেখা গেল পায়ের আঙুলে ড্রেসিং করা। পিছেন বিছানা দেখেই বোঝাই যাচ্ছে তা হাসপাতালের। এই প্রসঙ্গে সৌমিতৃষা বলেন, ‘‘গিয়েছিলাম একটা ফোটশুট করতে। সেখানেই হোটেলের সিঁড়ি থেকে পড়ে কী ভাবে পা মোচকে নখ উপরে গেল বুঝিনি। তবু শুটিং শেষ করেই বাড়ি ফিরেছি।’’ শুটিং এই বিপত্তি ঘটতেই প্রাথমিক চিকিৎসা করে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তবে বাড়ি ফিরতেই বাড়ে যন্ত্রণা। হাসপাতালে ছুটতে হয় অভিনেত্রীকে। পায়ে ছোট অস্ত্রোপচার করা হয়। সৌমিতৃষার কথায়, ‘‘হ্যাঁ একটা অস্ত্রোপচার হয়েছে। তখন অবশ করে দিয়েছিল বলে ব্যাথাটা টের পাইনি। বাড়ি ফিরতেই বুঝতে পারছি এখন। দিনে তিনটে করে প্যারাসিটামল খেতে হচ্ছে।’’ আপাতত ক’টা দিন বাড়িতেই থাকতে হবে। ক্ষতের জায়গায় ধুলো, জল লাগানো বারণ। তবে সৌমিতৃষা দিন গুনছেন কাজে ফেরার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement