ছবির একটি দৃশ্যে মাধবী এবং সৌমিত্র
ফেলুদা, ব্যোমকেশ কিংবা কিরীটী নয়। এ বার শহর কলকাতা দেখতে চলেছে এক নতুন গোয়েন্দার গোয়েন্দাগিরি। সেই নবীন গোয়েন্দার নাম শল্যজিৎ। তাঁর কাছের বন্ধু সৌম্য হঠাৎই এক দিন খুন হয়। ময়না তদন্তে জানা যায় বিষক্রিয়ায় মারা গিয়েছে সে। কে খুন করল সৌম্যকে? তদন্তে নাম শল্যজিৎ।
আর শল্যজিতের এই রহস্যভেদের গল্প নিয়েই মুক্তি পেতে চলেছে সিনেমা ‘এবার শল্যজিৎ’। ছবিটি পরিচালনা করেছেন তুহিন সিংহ এবং রাহুল। শল্যজিতের চরিত্রে রয়েছেন সঞ্জয় সিংহ এবং সৌম্যর চরিত্রে দেখা যাবে দিব্যেন্দু শেখর দাসকে। এ ছাড়াও এক গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। থাকবেন মাধবী মুখোপাধ্যায়ও। ফেলুদা আর শল্যজিৎ মুখোমুখি—পরামর্শ বিনিময় হবে কি?
গোটা ছবিটির শুটিং হয়েছে কলকাতা, উত্তরবঙ্গ এবং সিকিমের চোখ ধাঁধানো জায়গায়। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন নির্ভীক গোস্বামী। গীতিকার সূর্য চট্টোপাধ্যায়। এই মাসেই মুক্তি পেতে চলেছে ‘এবার শল্যজিৎ’।
আরও পড়ুন-সৃজিতের বিয়েতে এলেন না কারা?