Sonu Sood

ফের মানবদরদি ত্রাতা হলেন সোনু সুদ, বিমানবন্দরে প্রাণ বাঁচালেন যাত্রীর

ফের ত্রাতার ভূমিকায় সোনু। এ বার বিমানবন্দরে সহযাত্রীর জীবন রক্ষা করলেন অভিনেতা। কিন্তু কী ভাবে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১৫:১৯
Share:

সহযাত্রীর বিপদে ঝাঁপিয়ে পড়ে ফের ত্রাতা সোনু সুদ। ফাইল চিত্র।

এমনিতেই দেবদূত বলে বেশ নামডাক রয়েছে তাঁর। মানুষের আপদে-বিপদে ঝাঁপিয়ে পড়েন সোনু সুদ। কত মানুষের জীবনের সঙ্গে যে তাঁর নাম জড়িয়ে রয়েছে, তা গুনে শেষ করা যাবে না। এ বার বিমানবন্দরে মসিহা হয়ে উঠলেন সোনু। জীবনরক্ষা করলেন সহযাত্রীর।

Advertisement

দুবাই থেকে ফিরছিলেন সোনু। দাঁড়িয়েছেন ছিল অভিবাসন প্রক্রিয়ার জন্য। আমচকা সেই সময় অসুস্থ হয়ে পড়েন এক সহযাত্রী। দেখেই সঙ্গে সঙ্গে ছুটে যান অভিনেতা। তত ক্ষণে সংজ্ঞা হারান মধ্যবয়স্ক ওই যাত্রী। সময় নষ্ট না করে ওই ব্যক্তিকে সিপিআর (হাত দিয়ে হৃদ্‌যন্ত্রে বাইরে থেকে বলপ্রয়োগ) দিতে শুরু করেন সোনু। সেই সময় অভিবাসন দফতরের আধিকারিকরা ছুটে আসেন। লোক জড়ো হয়ে যায় ঘটনাস্থলে। কিছু ক্ষণ সিপিআর দেওয়ায় জ্ঞান ফেরে ওই যাত্রীর। জীবন বাঁচানোর জন্য সোনুকে কৃতজ্ঞতা জানান ওই ব্যক্তি।

অতিমারি আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন তিনি। বছরশেষে বিহারের তরুণী প্রিয়ঙ্কা গুপ্তকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করেছিলেন সোনু। গত তিন বছর ধরে মানুষের সেবায় মগ্ন সোনু। কখনও দুঃস্থ পড়ুয়াদের পাশে, কখনও রোগীর সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন পর্দার এই খলনায়ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement