sonam kapoor

Sonam Kapoor: কপূর পরিবারে আনন্দের হাওয়া, পুত্রসন্তানের জন্ম দিলেন সোনম!

শনিবার লন্ডনের হাসপাতালে পুত্রসন্তানকে স্বাগত জানালেন সোনম কপূর ও আনন্দ অহুজা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ১৬:৩৫
Share:

পুত্রসন্তানের জন্ম দিলেন সোনম

পৃথিবীর আলো দেখল সোনম কপূর এবং আনন্দ অহুজার সন্তান। শনিবার, ২০ অগস্ট লন্ডনের হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী।

Advertisement

চলতি বছর মার্চের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন তারকা দম্পতি। তার পর থেকেই নিয়মিত শিরোনামে ছিলেন সোনম। সন্তানধারণের শেষ কয়েক সপ্তাহ বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গিয়েছিল তাঁকে। শেষমেশ এল সেই বহু কাঙ্ক্ষিত মুহূর্ত। সোনম কপূরের মা নেটমাধ্যমে তাঁর নাতিকে স্বাগত জানিয়ে পোস্ট দিয়েছেন। সেই পোস্ট দেখে অভিনন্দন জানিয়েছেন নীতু কপূর।

গত মাসেই আনন্দের জন্মদিন গিয়েছে। ধুমধামের বদলে এ বছর অন্তরঙ্গ যাপনেই ভরসা রেখেছিলেন দম্পতি। স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সোনম লিখেছিলেন, ‘আমি জীবনে নিশ্চয়ই কোনও পুণ্য করেছি, যার গুণেই তোমায় স্বামী হিসেবে পেয়েছি। তোমার সঙ্গে কারও তুলনা হয় না’।

Advertisement

স্বামীকে ভালবাসায় ভরিয়ে দিয়ে সোনম আরও লেখেন, ‘সেরা বাবা হবে তুমি। কারণ, তুমি চিরদিনই ভাল ছাত্র। অনেক অনেক অনেক ভালবাসা প্রিয়!’ শিল্পপতি আনন্দকে জন্মদিনের শুভেচ্ছা জানান সোনমের বলিউড সতীর্থরাও। ফারাহ খান লেখেন, ‘শুভেচ্ছা নিয়ো আনন্দ, জীবন বদলাতে চলল এই বছরেই’।

অতঃপর সত্যিই জীবনের সেই মোড় এসে পড়ল। প্রথম সন্তানকে ঘিরে এখন আনন্দ জোয়ার সোনম-আনন্দের সংসারে।মুম্বইয়ে কপূর পরিবারও নবজাতককে স্বাগত জানাতে প্রস্তুত। দাদু হলেন অনিল কপূর। এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘জীবনের সব পর্ব উপভোগ করেছি। এটাও করব।’’

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, লন্ডনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মুম্বইয়ের বাড়িতে আসবেন সোনম। সেখানে বাবা-মায়ের সঙ্গে কম করে ছ’মাস কাটাবেন। পরিবারের সান্নিধ্যে লালন করবেন সদ্যোজাতকে। এর পরে অভিনেত্রী লন্ডন বা দিল্লিতে চলে যাবেন। দুই জায়গাতেই তাঁর নিজস্ব বাড়ি রয়েছে। কোথায় থাকবেন, এখনও সিদ্ধান্ত নেননি। তবে কাজে ফিরবেন দ্রুত, এমনটাই ভেবেছেন। সন্তানকে একটু বড় করেই আবার ছবির চুক্তিতে যাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement