sonam kapoor

লকডাউনে সোনম কপূর সাদামাটা মেনু বলে কী রাঁধলেন?

ঘরবন্দি সোনম কপূর। স্বামী আনন্দ আহুজা আর তাঁর পরিবারের সঙ্গে লকডাউনে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে নিয়েছেন পরিবারের সকলের রান্নার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ১৯:১৪
Share:

সোনম কপূর

ঘরবন্দি সোনম কপূর। স্বামী আনন্দ আহুজা আর তাঁর পরিবারের সঙ্গে লকডাউনে সময় কাটাচ্ছেন। শুধু তাই নয়, দায়িত্ব নিয়ে নিয়েছেন পরিবারের সকলের রান্নার।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় সোনম পোস্ট করেছেন লাঞ্চের মেনু। লকডাউনের কথা মাথায় রেখেই সাদামাটা রান্নার মেনু। পাস্তা ইন মারিনারা সস, স্প্যাগেটি, সুইস চার্ড, সঙ্গে পাইন নাটস, মশলাদার বেকড টফু। সোনম বলছেন, ‘‘এই রান্না করতে করতে আমি আমার বোন রিয়া কপূরকে খুব মিস করছি।

লকডাউন উঠলেই ওকে সঙ্গে নিয়ে ওর বন্ধুদের জন্য আমি রেঁধে খাওয়াব।’’ ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ের পর লকডাউনের জন্য বেশ অনেক দিন পরে এত কাছে পাচ্ছেন তিনি। বেশির ভাগ সময়েই লন্ডনে থাকেন আনন্দ। তবে এখন তাঁদের নিজস্ব সময়। শ্বশুরবাড়ি আর বরের সঙ্গে থেকে এখন পাক্কা গৃহিণী হিসেবে নিজেকে তুলে ধরছেন এই নায়িকা। কিছু দিন আগেই ইনস্টাগ্রামে ঘুম থেকে উঠেই স্বামীকে আদরে ভরিয়ে দিয়েছিলেন সোনম। সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

দেখুন কী রাঁধলেন সোনম (গ্রাফিক- তিয়াসা দাস)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement