অসহিষ্ণুতার প্রশ্নে আমিরকে সমর্থন সোনম, আশুতোষের

অসহিষ্ণুতার প্রশ্নে এ বার আমির খানের পাশে দাঁড়ালেন সোনম কপূর এবং আশুতোষ রাণা। অসহিষ্ণুতার প্রশ্নে আমিরকে সমর্থন জানিয়ে সোনমের মন্তব্য, “আমিরের মন্তব্য মোটেই অপ্রাসঙ্গিক নয়। ভারতে অসহিষ্ণুতা চিরদিনই ছিল। বিগত ষাট বছরে এ দেশ অনেক দাঙ্গার সাক্ষী থেকেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৭:২১
Share:

অসহিষ্ণুতার প্রশ্নে এ বার আমির খানের পাশে দাঁড়ালেন সোনম কপূর এবং আশুতোষ রাণা। অসহিষ্ণুতার প্রশ্নে আমিরকে সমর্থন জানিয়ে সোনমের মন্তব্য, “আমিরের মন্তব্য মোটেই অপ্রাসঙ্গিক নয়। ভারতে অসহিষ্ণুতা চিরদিনই ছিল। বিগত ষাট বছরে এ দেশ অনেক দাঙ্গার সাক্ষী থেকেছে। একই সঙ্গে দেশে নানা ধর্ম এবং ভাষাভাষির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানও রয়েছে।”

Advertisement

সোনমের সঙ্গে মিস্টার পারফেক্টের পাশে দাঁড়িয়েছেন আশুতোষ রাণাও। তিনি বলেন, “আমিরকে কটাক্ষ না করে অসহিষ্ণুতার প্রশ্নে তাঁর মন্তব্যের প্রাসঙ্গিকতা বিচার করা বেশি প্রয়োজন।”

সম্প্রতি অসহিষ্ণুতা প্রসঙ্গে আমিরের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। যদিও নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে আমির জানান, তিনি বা তাঁর স্ত্রী কিরণের দেশ ছাড়ার কোনও ইচ্ছাই নেই। তাঁরা কোনও দিনই দেশ ছাড়ার কথা ভাবেননি। যাঁরা উল্টো কথা বলছেন তাঁরা হয় তাঁর সাক্ষাত্কার শোনেননি, অথবা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর বক্তব্যকে বিকৃত করতে চাইছেন।

Advertisement

কিন্তু তাতেও বিতর্ক থামেনি। অসহিষ্ণুতা প্রসঙ্গে আমিরের মন্তব্যের পাল্টা কটাক্ষের তির ধেয়ে আসে অনুপম খেরের তরফ থেকে। সমস্যা থেকে মুখ ফিরিয়ে না থেকে তা মোকাবিলার পরামর্শ দেন ঋষি কপূরও। বিতর্ক এখনও আমির খানের পিছু ছাড়েনি।

সেই সময়ে আমির খানের পাশে এসে দাঁড়িয়েছিলেন অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। এ বার আমির পাশে পেয়ে গেলেন সোনম এবং আশুতোষকেও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement