Sonalee Chowdhury

Sonalee Chaudhuri: চার মাসের সন্তানকে প্রকাশ্যে আনলেন সোনালী, ফিরছেন কাজের দুনিয়ায়

জি বাংলার ‘দিদি নম্বর ১’ রিয়্যালিটি শো দিয়ে দীর্ঘদিন পরে ক্যামেরার মুখোমুখি হলেন সোনালী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২১ ২১:১৯
Share:

কাজে ফিরলেন সোনালী

ছন্দে ফিরছেন সোনালী চৌধুরী। দেখতে দেখতে ছেলে রিয়ান ঘোষ দস্তিদার চার মাসে পা দিল। আগের তুলনায় অনেকটাই শক্তপোক্ত সে। মাকে ছেড়ে একটু একটু থাকতেও শিখেছে। ফলে, মাতৃত্বকালীন অবসর কাটিয়ে ফের কাজের দুনিয়ায় ফিরছেন নতুন মা। আনন্দবাজার অনলাইনে ছেলের প্রথম ছবি প্রকাশ্যে আনলেন সোনালী। একই সঙ্গে জানালেন, জি বাংলার ‘দিদি নম্বর ১’ রিয়্যালিটি শো দিয়েই দীর্ঘদিন পরে ক্যামেরার মুখোমুখি হলেন। এই বিশেষ শো দেখা যাবে রবিবার, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে আটটায়।

অনেক দিন পরে স্টুডিয়ো পাড়ায়, শ্যুটিংয়ে সব কিছু নতুন লাগছিল? সোনালীর সাবলীল উত্তর, ‘‘ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে একটুও অসুবিধে হয়নি। তবে দীর্ঘদিন পরে মেকআপ করতে গিয়ে একটু নতুন নতুন লাগছিল। ভাল লাগছিল, মজাও হচ্ছিল।’’ অভিনেত্রীর চেহারায় এখনও মাতৃত্বের ভারিক্কি ছাপ স্পষ্ট। টানা ৮-৯ ঘণ্টা শ্যুটের পর রিয়ানের জন্য বড্ড মনকেমন করছিল, জানাতে ভোলেননি সোনালী। মায়ের উদ্বেগ তাঁর গলায় স্পষ্ট, ‘‘একটা সময়ের পর খুব চিন্তা হচ্ছিল। বার বার ছেলের মুখটা চোখের সামনে ভেসে উঠছিল। মনে হচ্ছিল, কাঁদছে না তো?’’ যদিও ছেলের সে দিনের ‘বেবি সিটার’ ছিলেন সোনালীর স্বামী প্রাক্তন ফুটবলার রজত ঘোষ দস্তিদার।

Advertisement

ছেলে রিয়ানের সঙ্গে সোনালী চৌধুরী, রজত ঘোষ দস্তিদার

পরিচ্ছন্ন হওয়ার পর রিয়ানের ঘরে মুখ বাড়াতেই একরত্তি ছেলে নাকি এক গাল হাসি উপহার দিয়েছে মাকে। তখনই অভিনেত্রী নিশ্চিন্ত, এ বার তিনি কাজের দুনিয়ায় ফিরতে পারবেন। ইতিমধ্যেই সোনালীর হাতে এক মুঠো কাজ। চ্যানেলের হয়ে পুজোর অনুষ্ঠানে অংশ নিচ্ছেন তিনি। কলকাতা এবং আশপাশে পুজো উদ্বোধনেও যাবেন। পার্থসারথি জোয়ারদারের ছবি ‘ভোরের পাখি’-র শ্যুট শেষ হওয়ার পরেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন সোনালী। এ বার সেই ছবির ডাবিং শুরু করবেন। অভিনেত্রীর সঙ্গে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, দুর্গা সাঁতরা, বিশ্বজিৎ চক্রবর্তীকে। তবে ধারাবাহিকের নিয়মিত শ্যুট শুরু করবেন আরও মাস দু’য়েক পর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement