Sonakshi Sinha

কুসংস্কারাচ্ছন্ন সোনাক্ষী! প্রেম সম্পর্কে কোন ভাবনা তাড়া করে বেড়াত অভিনেত্রীকে?

বিয়ের সময় বহু প্রশ্ন উঠেছে সোনাক্ষী-জ়াহিরের সম্পর্ক নিয়ে। ভিন্ন ধর্মে বিয়ে বলে নাকি অভিনেত্রীর পরিবার তা মেনে নিতে চায়নি। সেই কারণেই কি প্রেমের কথাও লুকিয়ে রেখেছিলেন সোনাক্ষী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৬
Share:
Image of Sonakshi Sinha and Zaheer Iqbal

চলতি বছর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জ়াহির ইকবাল ও সোনাক্ষী সিন্‌হা। ছবি: সংগৃহীত।

সাত বছর প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সোনাক্ষী সিন্‌হা এবং জ়াহির ইকবাল। কিন্তু, কোনও দিন তাঁদের একত্রে দেখা যায়নি। সমাজমাধ্যমেও নিজেদের সম্পর্ক প্রকাশের চেষ্টা করেননি যুগল। অবশেষে ২০২৪ সালের ২৩ জুন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা। তার পর থেকে তাঁদের দেখা যাচ্ছে জুটিতে। কিন্তু, কেন এত রাখঢাক করেছিলেন সোনাক্ষী?

Advertisement

বিয়ের সময় বহু প্রশ্ন উঠেছে সোনাক্ষী-জ়াহিরের সম্পর্ক নিয়ে। ভিন্ন ধর্মে বিয়ে বলে নাকি অভিনেত্রীর পরিবার তা মেনে নিতে চায়নি। সেই কারণেই কি প্রেমের কথাও লুকিয়ে রেখেছিলেন সোনাক্ষী? যদিও অভিনেত্রী দাবি করেছিলেন, মোটেও সে রকম কোনও বিষয় নয়। মা পুনম সিন্‌হাকেই সম্পর্কের কথা প্রথম খোলাখুলি জানিয়েছিলেন সোনাক্ষী। বাবা শত্রুঘ্ন সিন্‌হাও প্রথম থেকেই চিনতেন জ়াহিরকে।

তা হলে কেন বাইরের কেউ জানতে পারেননি এই সম্পর্কের বিষয়ে? সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, তিনি ভয় পেতেন। সোনাক্ষী বলেন, “খারাপ নজরের ভয় পেতাম।” অর্থাৎ, সমাজকে বা পরিবারকে নয়, অভিনেত্রী ভয় পেতেন কোনও কুনজরের প্রভাবে তাঁর সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার! এমন উত্তরে প্রতিক্রিয়া তৈরি হওয়াই স্বাভাবিক। যদিও, মুহূর্তের মধ্যেই সোনাক্ষী বদলে নেন নিজের বক্তব্য। দাবি করেন, তিনি অভিনেত্রী হিসাবে যথেষ্ট প্রচারের আলোয় থাকেন। প্রেমের মতো ব্যক্তিগত বিষয়কে সকলের সামনে আনতে চাননি। সোনাক্ষী বলেন, “এমনিতেই প্রচারের আলো আমাদের উপর থাকে। সকলেই আমাদের বিষয়ে সব কিছু জানেন। সেখানে আমাদের প্রিয় কিছু জিনিস একান্ত আমাদেরই থাক না!”

Advertisement

এই ভাবনা থেকেই বিবাহের অনুষ্ঠানও খুব ছিমছাম রেখেছিল সিন্‌হা পরিবার। ২৩ জুন নিজের বাড়িতে আইনি বিয়ে সারেন জ়াহির-সোনাক্ষী। উপস্থিত ছিলেন শত্রুঘ্ন-পুনম। সন্ধ্যায় ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে প্রীতিভোজের আয়োজন করা হয়।

তবে, সিন্‌হা পরিবারে যে একেবারেই অশান্তি ছিল না, তা প্রমাণ করা যায়নি। সোনাক্ষীর বিবাহবাসরে এক বারও দেখা যায়নি তাঁর দাদা লবকে। পরে এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে লব সাফ জানান, জ়াহির ইকবালের বাবাকে তিনি একেবারে পছন্দ করেন না। তাই উপস্থিত থাকেননি বোনের বিয়েতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement