সোনাক্ষীর রাগ

বাবা শত্রুঘ্ন সিংহের মতো ‘খামোশ...’ বলতে শোনা যায়নি তাঁকে। কিন্তু সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রেগে গেলেন সোনাক্ষী সিংহ। রাগের কারণ, তাঁর অভিনীত ‘নুর’ বা ‘আকিরা’কে মহিলাকেন্দ্রিক ছবি বলায়।

Advertisement
শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ০০:১০
Share:

বাবা শত্রুঘ্ন সিংহের মতো ‘খামোশ...’ বলতে শোনা যায়নি তাঁকে। কিন্তু সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে রেগে গেলেন সোনাক্ষী সিংহ। রাগের কারণ, তাঁর অভিনীত ‘নুর’ বা ‘আকিরা’কে মহিলাকেন্দ্রিক ছবি বলায়। ‘‘প্রধান চরিত্রে মহিলা থাকলেই কেন কোনও ছবিকে মহিলাকেন্দ্রিক ছবি বলা হবে!’’ বেশ তেড়েফুঁড়ে বলেন অভিনেত্রী। ‘আকিরা’ বক্সঅফিসে ভাল না চলার প্রসঙ্গ টানলে সোনাক্ষী উত্তর দেন, ‘‘এই ধারার ছবি সবে বলিউডে রিলিজ হওয়া শুরু হয়েছে। দর্শকদের কিছুটা সময় দিতে হবে, ধাতস্থ হতে।’’ তাঁর মতে, মহিলা প্রধান ছবির সংখ্যা বলিউডে আরও বাড়বে ক্রমশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement