Sonakshi Sinha

বিয়ের পরে সোনাক্ষী-জ়াহিরের প্রথম ইদ! শ্বশুরবাড়ি কতটা আদরে রাখছে অভিনেত্রীকে?

সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না। তবে পরস্পরের ধর্মকে সম্মান জানান তাঁরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১৪:৫৮
Share:
Sonakshi Sinha and Zaheer Iqbal celebrate Eid and Gudi Padwa

বিয়ের পরে প্রথম ইদ সোনাক্ষী ও জ়াহিরের। ছবি: সংগৃহীত।

বিয়ের পর একসঙ্গে প্রথম ইদ সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবালের। গত বছর গাঁটছড়া বেঁধেছিলেন তারকাজুটি। বিয়ের আগে সাত বছর সম্পর্কে ছিলেন তাঁরা। শোনা যায়, ভিন্‌ধর্মে বিয়ের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল পরিবারে। বিয়ের সময় বিতর্কও তৈরি হয়েছিল। তবে বিয়েতে কোনও ধর্মীয় আচার ছিল না। আইনি মতে বিয়ে সারেন তাঁরা। সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁরা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না।

Advertisement

তবে পরস্পরের ধর্মকে সম্মান জানান তাঁরা। তাই একই সঙ্গে ‘গুড়ি পাড়ওয়া’ ও ‘ইদ’ পালন করলেন যুগল। ইদ উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী ও জ়াহির। সোনাক্ষীর পরনে ছিল কালো রঙের কুর্তা ও পাজামা। তার সঙ্গে মানানসই গয়না ও জুতো। অন্য দিকে, জ়াহির পরেছিলেন সাদা কুর্তা ও কালো প্যান্ট। এই বেশেই ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন তাঁরা। ছবিশিকারিদের একই সঙ্গে ইদ ও গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান তাঁরা।

কিছু দিন আগেই দাম্পত্য নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সোনাক্ষী। প্রশ্ন করা হয়েছিল, বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে কী কী পার্থক্য অনুভব করছেন? অভিনেত্রী জানান, বাড়ির একমাত্র কন্যা হিসেবে অনেক আদর পেয়েছেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে তার চেয়েও বেশি ভালবাসা ও আদর পান এখন। মনে হয়, ছোট থেকেই শ্বশুরবাড়িতে ছিলেন। তাই তাঁর কথায়, “এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুশি।”

Advertisement

২০২৪ সালের জুন মাসে বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। বাড়িতেই আইনি মতে বিয়ে সেরেছিলেন তাঁরা। কিন্তু প্রীতিভোজে ছিল এলাহি আয়োজন। উপস্থিত ছিলেন বলিউডের বহু তারকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement