গৌরব-দেবলীনা।
দীর্ঘ তিন বছরের প্রেম পরিণতি পেল গৌরব-দেবলীনার। বুধবার সাত পাক ঘুরল টলিউডের এই মিষ্টি জুটি।
দেবলীনা সেজে উঠেছিলেন লাল টুকটুকে বেনারসিতে। গৌরব ঘিয়ে রঙা ধুতি-পাঞ্জাবিতে এক্কেবারে আদর্শ বাঙালি বর! সাজপোশাকে পুরোদস্তুর বাঙালিয়ানা থাকলেও বিয়ের নিয়মকানুন ছিল একটু অন্য রকম।
পাত্রী দেবলীনা কুমারের মা জানিয়েছিলেন, তাঁদের বিয়ে হবে বৈদিক মতে। অর্থাৎ, এই বিয়েতে কন্যা সম্প্রদানের নিয়ম নেই। ছোটবেলা থেকে দেবলীনার ইচ্ছে ছিল তাঁর বিয়ের সময় কন্যা সম্প্রদান করা হবে না। কারণ তিনি মনে করেন, কন্যা কখনও দানসামগ্রী হতে পারে না।
করোনা অতিমারির কারণে খুব বেশি লোককে নিমন্ত্রণ জানানো যায়নি। কাছের আত্মীয়পরিজন এবং বন্ধুবান্ধবদের নিয়েই সারা হল বিয়ের অনুষ্ঠান। তবে খুশির কোনও কমতি ছিল না সেখানে। গৌরব এবং দেবলীনার মুখে নতুন জীবন শুরু করার উচ্ছ্বাস স্পষ্ট। একই সঙ্গে খুশিতে উচ্ছ্বল ছিলেন তাঁদের কাছের মানুষরাও।
আরও পড়ুন: বড় পর্দায় ‘মাটি’র পর ছোট পর্দায় ‘দেশের মাটি’র ঘ্রাণ
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নারীকে উত্যক্ত করা বন্ধ করতে হবে: মিথিলা