ছবি- ফাইল চিত্র
ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই বলিউড মাতল উৎসবে। ক্রিসমাস ছাড়াও সারা বলিউড ক্রিসমাসের ঠিক পরের পরের দিনটায় মাতে আরেক উৎসবে। বলিউডের ভাইজানের জন্মদিন। আর এই দিনকে ঘিরে তো উৎসব হওয়ারই কথা। সলমন খান এ বার পূর্ণ করলেন ৫১। এই বছরে হিট সিনেমাও উপহার দিয়েছেন তাঁর ভক্তগণকে। হাফ সেঞ্চুরি করে ফেলার পরেও তিনি এক্কেবারে ‘এভারগ্রিন’।
আরও পড়ুন- ফিটনেস ম্যাগাজিনে মোহময়ী দীপিকা, দেখুন ছবি