Soham Chakraborty

Soham Chakraborty: এক অদ্ভুত মুখ দেখতে পেতেন সোহম, ঘুমোতে পারেননি দেড় মাস

বেশ কিছু বছর আগের কথা। নিজের আবাসনে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ২০:০৫
Share:

সোহম চক্রবর্তী।

দেড় মাস ঘুমোতে পারেননি সোহম চক্রবর্তী। ভয়-আতঙ্ক জাগিয়ে রেখেছিল তাঁকে। সেই গল্পই ‘দাদাগিরি’-র মঞ্চে এসে শুনিয়েছিলেন তিনি।

Advertisement

বেশ কিছু বছর আগের কথা। নিজের আবাসনে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তিনি। সোহম বলেছিলেন, “আমি দেখতাম পুড়ে যাওয়া সাদা-কালো একটা মুখ আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, বসে আছে। যেখানেই আমি যাচ্ছি, আমাকে অনুসরণ করছে।” এ ভাবেই অনেক দিন ধরে কারও উপস্থিতি অনুভব করছিলেন অভিনেতা। এই কথাটি তাঁর চেনা এক ব্যক্তিকে জানিয়েছিলেন সোহম। তিনি বিভিন্ন অলৌকিক বিষয় নিয়ে চর্চা করতেন। সেই ব্যক্তি সোহমের বাড়ি এসে সেই একই মুখ দেখতে পেয়েছিলেন। এর পরেই সোহমকে তিনি জানান, যাকে তাঁরা দেখছেন, আগুনে পুড়ে সেই ব্যক্তির মৃত্যু হয় অনেক আগেই।

সোহমের এই অভিজ্ঞতা শুনে থমকে গিয়েছিলেন মঞ্চে উপস্থিত সকলেই। এর পর নিজের নানা ভয়ের অভিজ্ঞতা জানিয়েছিলেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement