Karan Johar

Karan Johar: সলমনের থেকেও খারাপ মানুষ কর্ণ, বিস্ফোরক প্রাক্তন গায়িকা-অভিনেত্রী

অনেকেই মনে করছেন, অনুষ্ঠানে শিল্পা শেট্টির বোনকে অন্যান্য প্রতিযোগীদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন কর্ণ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২১:৫৪
Share:

কর্ণ জোহর।

বিতর্কে কর্ণ জোহর। প্রাক্তন ‘বিগ বস’ প্রতিযোগী সোফিয়া হায়াত মুখ খুললেন প্রযোজক পরিচালকের বিরুদ্ধে। কর্ণকে ‘সলমনের থেকেও খারাপ’ একজন মানুষ বলে চিহ্নিত করেছেন সোফিয়া। গায়িকা-অভিনেত্রীর অভিযোগ, ‘বিগ বস ওটিটি’-তে কর্ণ হিংস্র মানসিকতা এবং স্বজনপোষনকে প্রশ্রয় দিচ্ছেন।

অনেকেই মনে করছেন, অনুষ্ঠানে শিল্পা শেট্টির বোনকে অন্যান্য প্রতিযোগীর থেকে বেশি গুরুত্ব দিচ্ছেন কর্ণ। শিল্পার সঙ্গে কর্ণের বন্ধুত্বকেই এই পক্ষপাতিত্বের কারণ বলে ধরে নিয়েছেন তাঁরা।

Advertisement

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সোফিয়া জানিয়েছেন, “এই অনুষ্ঠানটি যদি ইংল্যান্ডে চলত, হিংস্রতা প্রচারের অভিযোগে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হত।” পুরনো কায়দায় কর্ণ শোয়ের টিআরপি বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিমত সোফিয়ার। তাঁর কথায়, “ভারত আধ্যাত্মিকতার দেশ। এখানে কাউকে কষ্ট না দেওয়াটাকে ধর্ম মনে করা হয়। কর্ণ এবং ‘বিগ বস’ সেই ধর্মের বিপরীতে যাচ্ছে।”

২০১৩ সালে ‘বিগ বস’-এ অংশগ্রহণ করেছিলেন সোফিয়া। তবে ২০১৬ সালে বিনোদন দুনিয়া ছেড়ে সন্ন্যাসিনী হয়ে যান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement