Aishwarya Rai Bachchan

স্বামীর প্রতি প্রকাশ্যে প্রেমের প্রকাশ ঐশ্বর্যার! কেন স্ত্রীকে সম্পূর্ণ এড়িয়ে গেলেন অভিষেক?

একটি ভিডিয়ো ঘিরে সমস্যার সূত্রপাত। অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা যায় ঐশ্বর্যাকে। ভিডিয়োটি পুরনো হলেও, নতুন করে ছড়িয়েছে নেটপাড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৫ ১৭:০৭
Share:
Aishwarya Bachchan praised Abhishek Bachchan while he was just standing still

ঐশ্বর্যাকে এড়িয়ে গেলেন অভিষেক! ছবি: সংগৃহীত।

বার বার তাঁদের ব্যক্তিগত জীবন খবরের শিরোনামে উঠে আসে। গত বছর ছড়িয়ে গিয়েছিল তাঁদের বিচ্ছেদের খবরও। তবে সেই খবর যে একেবারেই মিথ্যে, তা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। একাধিক অনুষ্ঠানে তাঁদের দেখা গিয়েছে খোশ মেজাজেই। কিন্তু এর মধ্যেই ফের নতুন করে বিতর্ক শুরু।

Advertisement

একটি ভিডিয়ো ঘিরে সমস্যার সূত্রপাত। অভিষেক ও অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিতে দেখা যায় ঐশ্বর্যাকে। ভিডিয়োটি পুরনো হলেও, নতুন করে ছড়িয়েছে নেটপাড়ায়। ঐশ্বর্যা সেই ভিডিয়োয় অভিষেকের প্রশংসা করছিলেন। এমনকি জুনিয়র বচ্চনের প্রতি প্রেমও প্রকাশ পায় ঐশ্বর্যার কথায়। কিন্তু অভিষেক নাকি সম্পূর্ণ এড়িয়ে যান অভিনেত্রীকে। কোনও গুরুত্বই নাকি দেননি তিনি প্রাক্তন বিশ্বসুন্দরীকে।

ঐশ্বর্যা বলেছিলেন, “এই প্রথম আমার ভালবাসা অর্থাৎ আমার স্বামীর সঙ্গে আমার প্রথম ভ্রমণ। ওটা ওর প্রথম বিশ্বভ্রমণ ছিল। এই ভ্রমণের কথা আমার সারা জীবন মনে থাকবে, কারণ আমরা একসঙ্গে গিয়েছিলাম। এই ভ্রমণের অভিজ্ঞতা আমার কাছে আরও বিশেষ, কারণ শ্বশুর-শাশুড়িও গিয়েছিলেন।” ঐশ্বর্যা যখন অভিষেকের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ, তখন অভিষেক নাকি নির্বিকার ছিলেন। এই দেখে এক নিন্দক মন্তব্য করেন, “ঐশ্বর্যা কত ভাল ভাল কথা বলছে অভিষেকের জন্য। আর অভিষেকের মুখটা দেখুন। নিজেকে কি রাজা ভাবেন? ঐশ্বর্যার জন্য খারাপ লাগে।”

Advertisement

আর এক নিন্দক কটাক্ষের সুরে ভিডিয়োর মন্তব্য বিভাগে লেখেন, “আরে ভাই, সামান্য হাসতে তো পারেন। এই ভাবে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে আপনাকে কে বলেছে!”

২০০৭ সালে বিয়ে করেছিলেন অভিষেক ও ঐশ্বর্যা। তার আগে ‘গুরু’ ছবির শুটিংয়ের সময় থেকে তাঁদের প্রেম শুরু। ২০১১ সালে তাঁদের কোলে আসে আরাধ্যা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement