Singer Rupankar Bagchi: কেকে-র মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন রূপঙ্কর, ডিলিট করছেন বিতর্কিত ভিডিয়ো

কেকে সম্পর্কে তাঁর বিতর্কিত মন্তব্য নিয়ে আড়াআড়ি ভাবে ভাগ শিল্পী মহল ও শ্রোতারা। এ নিয়ে নিজে যা যা বললেন ‘এ তুমি কেমন তুমি’ গায়ক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৭:৩৮
Share:

কী বললেন রূপঙ্কর? সাংবাদিক বৈঠকে রুপঙ্কর।

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৮:১১

কেকে-কে নিয়ে নয়, তাঁর কনসার্ট নিয়ে উন্মাদনা নিয়ে বলেছিলাম

‘‘প্রয়াত কেকে সম্পর্কে আমার ব্যক্তিগত কোনও বিদ্বেষ নেই। থাকার কোনও প্রশ্নও ওঠে না। আমি শুধু ওর কনসার্ট নিয়ে তৈরি হওয়া উন্মাদনা লক্ষ্য করে বলতে চেয়েছিলাম বাঙালি গায়কদের জন্য আপনারা এরকম দরদ দেখান।’’ সাংবাদিক বৈঠকে বলেন রুপঙ্কর। 

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৮:০২ key status

বক্তব্য গুছিয়ে বলতে পারিনি, তাই বিতর্ক, বললেন রুপঙ্কর

বিবৃতিতে রুপঙ্কর বলেন, ‘‘মুহূর্তের অসতর্কতা যে এমন গনগনে এবং মারমুখী আবেগ বয়ে আনবে কে জানত! এত ঘৃণা! এত আক্রোশ! এত বিরুদ্ধতা— কিন্তু অনেকটা তৈরি হল আমার বক্তব্য আমি ঠিক মতো গুছিয়ে বলতে না পারায়।

Advertisement
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৮:০০ key status

এমন বিভীষিকার মুখোমুখি হইনি, বললেন রূপঙ্কর

আমার সঙ্গীত জীবনে এমন বিভীষিকার মুখোমুখি হব ভাবিনি। যেখানে ওড়িশায় বসে করা একটি ভিডিয়ো পোস্টে এমন অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করবে যা আমার গোটা পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মাধ্যমে।

রূপঙ্করের বিবৃতি।

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৭:৪৪ key status

কেকে-র প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই, বললেন রূপঙ্কর

গায়ক হিসেবে আমার কোনও হতাশা নেই। কেকে-র প্রতি ব্যক্তিগত বিদ্বেষও নেই। যা বলেছি, সমষ্টিগত হতাশা থেকে বলেছি। তার পর এমন প্রভাব পড়বে ভাবিনি। সাংবাদিক বৈঠকে বললেন রূপঙ্কর বাগচী।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৭:৪১ key status

আমার ব্যক্তিগত হতাশা নেই, সমষ্টিগত হতাশা আছে

আমার ব্যক্তিগত হতাশা নেই, সমষ্টিগত হতাশা আছে। তাদের কথা বলতে গিয়েছিলাম। এমন বিতর্ক হবে ভাবতে পারিনি।

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৭:১৭ key status

রূপঙ্করের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে পারে কেক প্রস্তুতকারী সংস্থা

গায়ক রূপঙ্কর বাগচী একটি কেক প্রস্তুতকারী সংস্থার ‘জিঙ্গল’ গেয়েছিলেন। জনপ্রিয় সেই ‘জিঙ্গল’ নিয়ে এ বার সিদ্ধান্ত নিতে চলেছে ওই সংস্থা। বলিউড গায়ক কেকে-কে নিয়ে করা রূপঙ্করের মন্তব্যকে সমর্থন না করার কথা বলে শুক্রবার তারা নেটমাধ্যমে জানিয়েছে, জিঙ্গল নিয়ে যথা সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৭:১৫ key status

হু ইজ কেকে ম্যান এবং বিতর্ক

‘হু ইজ কেকে ম্যান’? অর্থাৎ,  ‘কেকে কে’? ফেসবুক লাইভে এসে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর এই মন্তব্যের পর শুরু হয় বিতর্ক। তিনি দাবি করেন, কেকে-র মতো ‘বম্বে’ শিল্পীর চেয়ে বাংলার শিল্পীরা অনেক ভাল গান করেন। তার মধ্যেই মঙ্গলবার কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় কেকে-র। বিতর্ক তুঙ্গে পৌঁছয়। এমনকি, খুনের হুমকি পেয়ে পুলিশের দ্বারস্থ হন রূপঙ্করের স্ত্রী।   

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement