গায়ক অভিজিৎ ভট্টাচার্য
এমনিতেই পুজো-আচ্চায় মতি আছে গায়ক অভিজিৎ ভট্টাচার্যের। মুম্বইয়ে তাঁর আয়োজিত দুর্গা পুজো বিখ্যাত। ভাল ঢাকও বাজাতে পারেন অভিজিৎ। করোনোত্তর কালে এ বার বাগদেবীর আরাধনা করতে চলেছেন। সঙ্গীত-সাধক অভিজিৎ এ বার সুরের দেবী সরস্বতীর পুজো করবেন একটু নতুন ভাবে।
করোনা-কালে ফেসবুক লাইভেই অঞ্জলি দেওয়া হয়েছে, দেবী বন্দনা থেকে স্তোত্রপাঠ হয়েছে নিয়ম করে। অভিজিৎ এ বারে সরস্বতী পুজো করবেন ফেসবুক লাইভে।
মঙ্গলবার ফাল্গুন মাসের পঞ্চমী তিথি। আর বসন্ত পঞ্চমী মানেই প্রেম ও আনন্দের জোয়ার। সেই আনন্দে কেবল একা মাতবেন না গায়ক, সঙ্গে নেবেন দেশের মানুষকেও। লাইভের আহ্বান জানালেন ভিডিয়োতে। মুম্বইয়ের লোখান্ডওয়ালাতে পুজো হবে। সকাল ১১টা থেকে পুষ্পাঞ্জলি দেওয়া হবে সেখানে। তাঁর সঙ্গে অনলাইনে যোগদান করতে পারেন ইচ্ছুকরা।
‘‘আসুন আমরা একসঙ্গে মা সরস্বতীর উদ্দেশে পুষ্পাঞ্জলি অর্পন করি।’’ নিজের ফেসবুক পেজে সকলকে আহ্বান জানিয়ে বললেন গায়ক অভিজিৎ ভট্টাচার্য।