Adrija Roy

অদ্রিজার ‘মেয়ের’ শাশুড়ি হতে চান শ্রাবন্তী

মিয়া-বিবি রাজি না হওয়া পর্যন্ত কাজির কোনও বক্তব্য থাকতেই পারে না। তবে তাদের ‘ডেট ফিক্স’ করানোর মধ্যে তো অন্যায় নেই। তাই না? 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২১:২১
Share:

অদ্রিজা রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়

দুই মায়ের মধ্যে খুব ভাল সম্পর্ক। পরিবারের সম্মতিও রয়েছে। তা হলে আর সমস্যা কোথায়! কিন্তু এ যে একবিংশ শতাব্দী। মিয়া-বিবি রাজি না হওয়া পর্যন্ত কাজির কোনও বক্তব্য থাকতেই পারে না। তবে তাদের ‘ডেট ফিক্স’ করানোর মধ্যে তো অন্যায় নেই। তাই না?

Advertisement

তাঁদের কোকো আর কুকি-র দেখা করানোর পরিকল্পনা করেছেন দুই মা, অভিনেত্রী অদ্রিজা রায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আনন্দবাজার ডিজিটালকে সে কথা জানালেন অদ্রিজা। নিজেদের সব পরিকল্পনার কথা খোলসা করলেন তিনি।

তাঁদের দুই সন্তান তো আর মানুষ নয়। সারমেয়। কুকির বয়স দশ মাস আর কোকোর বয়স দেড় বছর। তারা তো কথা বলে নিজেদের পছন্দ বোঝাতে পারবে না মায়েদের। তাদের লেজ নাড়ানো আর ছোটাছুটি দেখে, মনের কথা বুঝে নেবেন অদ্রিজা ও শ্রাবন্তী।

Advertisement

কুকি আর কোকো

অদ্রিজা জানালেন, তাঁর কুকির প্রেমে পড়ার কয়েকটি স্পষ্ট উপসর্গ রয়েছে। যা দিয়ে তিনি বুঝতে পারবেন ওর মনের কথা। সেই মেয়ের যাঁকে অপছন্দ, তাঁর কাছাকাছি ঘেষে না। লেজ গুটিয়ে, মুখ ফিরিয়ে ভাল মতো বুঝিয়ে দেয় সে কথা। কিন্তু কাউকে ভালবেসে ফেললে, তাকে ছেড়ে থাকতে পারে না কুকি। ফলে এক দিকের সম্মতি স্পষ্টই বোঝা যাবে। বাকিটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। যে দিন তাঁদের দেখা করাবেন দুই মা।

প্রেমের সপ্তাহে শিৎজু জাতের দুই সারমেয়র ভালবাসার গল্প কোন দিকে গড়াবে, এখন তা নিয়েই চিন্তায় দুই অভিনেত্রী।

মায়েদের সঙ্গে কোকো আর কুকি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement