Sushant Singh Rajput Birthday

২১ জানুয়ারি সুশান্তের ৩৭ তম জন্মদিন, পুরনো স্মৃতিতে ভাসলেন অভিনেতার দিদি

তিনি থাকলে এ দিনটা একটু অন্য রকম হত। সুশান্তের মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু। নায়কের জন্মদিনে কী লিখলে তাঁর দিদি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১২:৩১
Share:

সুশান্তের জন্মদিনে আবেগে ভাসলেন দিদি শ্বেতা। ফাইল চিত্র।

২১ জানুয়ারি সুশান্ত সিংহ রাজপুতের জন্মদিন। জীবিত থাকলে তাঁর বয়স হত ৩৭ বছর। এ দিন বার বার ভাইয়ের কথাই মনে করছেন দিদি শ্বেতা সিংহ কীর্তি। বিছানায় ভাগ্নে, ভাগ্নির সঙ্গে কাটানো সুশান্তের মিষ্টি মুহূর্তের ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন তাঁর দিদি। লিখলেন, ‘‘শুভ জন্মদিন আমার ছোট্ট মিষ্টি ভাইটিকে। তুমি যেখানেই থাকো না কেন, ভাল থাকো। আনন্দে থাকো। তোমায় খুব ভালবাসি।’’

Advertisement

শ্বেতা আরও যোগ করেন, ‘‘মাঝে মাঝে মনে হয় তুমি আকাশ থেকে এক বার নীচে তাকিয়ে দেখো, তোমার জাদুতে আচ্ছন্ন সবাই। তুমি কত জনের মনে বিরাজ করো।’’

সুশান্ত চলে যাওয়ার প্রায় দু’বছর পার। এখনও যে প্রতিটা মুহূর্ত তাঁর ভাইকে মনে করেন, সে কথা তাঁর প্রতিটা পোস্টে স্পষ্ট। তাই তো টুকরো টুকরো ঘটনা, স্মৃতিগুলি আরও বেশি করে মনে চলে আসে।

Advertisement

কিছু দিন মৃত্যু হয়েছে নায়কের পোষ্য ফাজ। সুশান্তের মৃত্যুর পর থেকেই মনমরা হয়ে পড়েছিল সে। মালিক না থাকায় অবসাদেও নাকি ভুগছিল। ফাজের মৃত্যুও অনেকটা বিষন্ন করে দিয়েছে সুশান্তের দিদিকে। ফাজ চলে যাওয়ায় শ্বেতা লেখেন, ‘‘অবশেষে তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে দেখা হবে তোমার, খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব তোমার কাছে। তত দিন অপেক্ষা করো।’’

প্রসঙ্গত, ২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বান্দ্রার এক অভিজাত আবাসন থেকে। প্রাথমিক অনুমান ছিল, আত্মহত্যা করেছেন ‘কেদারনাথ’-এর নায়ক। তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছে বছর খানেক ধরে। তবে এ দিন তিক্ত স্মৃতিগুলি আর মনে করতে চান না অভিনেতার দিদি। সুশান্তের জন্মদিনে, তাঁর সঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলি কথা বার বার মনে করতে চান শ্বেতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement