Sushant Singh Rajput

সুশান্তের মৃত্যুর পর এ বার প্রয়াত তাঁর প্রাণের প্রিয় বন্ধু, খবর দিলেন অভিনেতার দিদি

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর প্রায় ৩ বছর ধরে একা সে। অবশেষে অভিনেতার কাছেই তাঁর প্রিয় পোষ্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৩:০৫
Share:

সুশান্তের মৃত্যুর তিন বছর পর চলে গেল তাঁর প্রিয়জনও। ছবি: সংগৃহীত

সুশান্ত সিংহ রাজপুতের প্রয়াণের বছর তিনেক পর তাঁর কাছে চলে গেল অভিনেতার প্রিয়জন। সুশান্তের দিদি লিখলেন ‘‘বন্ধুর কাছে ভাল থেকো।’’ সুশান্তের মৃত্যুর পর চুপচাপ হয়ে গিয়েছিল সে। শোনা গিয়েছিল অবসাদে ভুগছিল অভিনেতার পোষ্য ফাজ। সুশান্তের অত্যন্ত স্নেহের পাত্র ছিল এই সারমেয়। অভিনেতার মৃত্যুর ৩ বছর পর এ বার চলে গেল ফাজ। সুশান্তের মৃত্যুর পর অভিনেতার পরিবারের দায়িত্বেই ছিল সে।

Advertisement

অভিনেতার দিদি প্রিয়ঙ্কা ফাজের মৃত্যুর খবর দিয়ে লেখেন, ‘‘অবশেষে তোমার বন্ধুর সঙ্গে স্বর্গে দেখা হবে তোমার, খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব তোমার কাছে। তত দিন অপেক্ষা করো।’’

এ দিকে সুশান্ত সিংহ রাজপুত মৃত্যুরহস্য সম্প্রতি নতুন মোড় নিয়েছে। প্রায় আড়াই বছর পর সুশান্তের মৃত্যুরহস্যের খাতা আবার খুলেছে। কুপার হাসপাতালের এক মর্গকর্মী চাঞ্চল্যকর দাবি করেছেন সম্প্রতি। তাঁর দাবি, সুশান্তকে খুনই করা হয়েছিল। তাই নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement